শাড়ির আড়ালে পেটে মেদ, ট্রলের শিকার মালাইকা

শাড়ির আড়ালে পেটে মেদ, ট্রলের শিকার মালাইকা

প্রথম নিউজ, বিনোদন ডেস্ক: বলিউডের চর্চিত তারকাদের একজন মালাইকা আরোরা। অভিনয় কিংবা ব্যক্তিগত জীবন, মালাইকা আলোচনায় থাকবেন সবসময়েই। বিশেষ করে বিতর্ক যেন এই অভিনেত্রীর নিত্যসঙ্গী।

প্রেম, বিচ্ছেদ, খোলামেলা পোশাকের কারণে হরহামেশাই সংবাদের শিরোনাম হন মালাইকা। পাপারাজ্জিরাও তাই ব্যস্ত থাকেন অভিনেত্রীকে কাছে পেলেই ফ্রেমবন্দি করার তাড়ায়। সেসব আবার ভাইরাল হয় নেটদুনিয়ায়।

এবারই যেমন সামাজিক মাধ্যমে আলোচনার ঝড় তুললো অভিনেত্রীর শাড়ি পরা একটি ভিডিও। সম্প্রতি লাল রঙের এক শাড়িতে দেখা মেলে নায়িকার। যেখানে নেটিজেনদের চোখে স্পষ্ট ধরা পড়ে মালাইকার পেটে মেদ। 

৫০ বছর বয়সেও বলিউডের ফিটনেস কুইন হিসেবে পরিচিত মালাইকা। কিন্তু ভিডিও ভাইরাল হতেই একদলের প্রশ্ন, প্রতিনিয়ত শরীরচর্চা করে লাভ কী হচ্ছে তাহলে? পেটে মেদ তো জমছেই।

অভিনেত্রীর ভক্তরাও নিজেদের চোখকে যেন বিশ্বাস করাতে পারেননি। ‘হট’ মালাইকার বেলি ফ্যাট নিয়ে ট্রল করতেও ছাড়েননি সমালোচকরা। কেউ কেউ আবার তার প্রেমিক অর্জুনেরক কথাও টেনে এনেছেন সেই ভিডিওর কমেন্টবক্সে।

যদিও মালাইকাকে সেসবের কোনো জবাবই দিতে দেখা যায়নি। সম্প্রতিই করণ জোহরের শো’তে হাজির হয়ে নায়িকা জানিয়েছিলেন, তিনি জানেন কী কী কারণে তাকে নিয়ে ট্রল হয়। সেসব নিয়ে বিন্দুমাত্র মাথাব্যাথা নেই তার।