শাহরুখকে পুড়িয়ে মারার হুমকি সাধু জগৎগুরুর
পাশাপাশি কোনো হিন্দু যুবক কিংবা ব্যক্তি কিং খানকে খুন করলে তাকে আর্থিক পুরস্কার দেবেন বলেও ঘোষণা করেছেন এই সাধু।
প্রথম নিউজ, বিনোদন ডেস্ক: লম্বা বিরতির পর ‘পাঠান’ সিনেমা নিয়ে দর্শকদের সামনে হাজির হচ্ছেন শাহরুখ খান। কয়েকদিন আগে মুক্তি পেয়েছে ছবির গান। ‘বেশরম রঙ’ শিরোনামের সেই গানে গেরুয়া রঙের বিকিনিতে নেচেছেন দীপিকা পাড়ুকোন। তাতেই আপত্তি ভারতীয় হিন্দুদের। কারণ, গেরুয়া এই ধর্মের পবিত্র রঙ। এর জেরে সিনেমাটি বয়কটের ডাক দিয়েছেন তারা। এদিকে এবার শাহরুখকে জ্যান্ত পুড়িয়ে মারার হুমকি দিলেন বিজেপি ভক্ত অযোধ্যার সাধু জগৎগুরু পরমহংস আচার্য। গতকাল মঙ্গলবার ভারতীয় গণমাধ্যমকে তিনি বলেন, শাহরুখ খানকে হাতের সামনে পেলে চামড়া তুলে নিয়ে জ্যান্ত জ্বালিয়ে মারব। পাশাপাশি কোনো হিন্দু যুবক কিংবা ব্যক্তি কিং খানকে খুন করলে তাকে আর্থিক পুরস্কার দেবেন বলেও ঘোষণা করেছেন এই সাধু। বলিউডের বাদশাকে প্রকাশ্যে খুনের হুমকি দেওয়ার পরেও সাধু পরমহংসের বিরুদ্ধে মামলা দায়েরের মতো সাহস দেখাতে পারেনি যোগী প্রশাসন।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews