শহীদ মিনারের পর এবার বুদ্ধিজীবী স্মৃতিসৌধের স্থানও ভাড়া!

এমন ষড়যন্ত্র রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন সিলেটের প্রগতিশীল রাজনৈতিক দল ও বিভিন্ন শ্রেণি-পেশার সংগঠনের নেতৃবৃন্দ।  

শহীদ মিনারের পর এবার বুদ্ধিজীবী স্মৃতিসৌধের স্থানও ভাড়া!
শহীদ মিনারের পর এবার বুদ্ধিজীবী স্মৃতিসৌধের স্থানও ভাড়া!

প্রথম নিউজ, সিলেট: সিলেটে কেন্দ্রীয় শহিদ মিনার ভাড়ার খবর প্রকাশ হওয়ার পর আরও চাঞ্চল্যকর খবর বেরিয়ে এসেছে। বাণিজ্যিক প্রতিষ্ঠানকে ভাড়া দেওয়া হয়েছে শহিদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের স্থান।  সমগ্র জাতির গভীর আবেগ ও শ্রদ্ধার প্রতীক শহিদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ ও সিলেট কেন্দ্রীয় শহিদ মিনার নিয়ে সিসিক মেয়রের দূরভিসন্ধিমূলক এমন ষড়যন্ত্র রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন সিলেটের প্রগতিশীল রাজনৈতিক দল ও বিভিন্ন শ্রেণি-পেশার সংগঠনের নেতৃবৃন্দ।  

বৃহস্পতিবার রাত ১২টায় গণমাধ্যমে প্রেরণ করা বিবৃতিতে বলা হয়, অর্থের বিনিময়ে শহিদ মিনার বরাদ্দ কিংবা শহিদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের স্থান বাণিজ্যিক প্রতিষ্ঠানকে ভাড়া দেওয়া সিলেট সিটি করপোরেশনের মেয়রের উদ্ভট চিন্তা, রাজনৈতিক দেউলিয়াত্ব, গণতান্ত্রিক রাজনৈতিক-সাংস্কৃতিক কর্মকাণ্ড সংকুচিত করা এবং মহান মুক্তিযুদ্ধের চেতনা পরিপন্থী। নেতৃবৃন্দ সিলেট কেন্দ্রীয় শহিদ মিনার সিসিক মেয়র কর্তৃক অর্থের বিনিময়ে বরাদ্দ দেওয়ার চক্রান্ত বন্ধ এবং স্মৃতিসৌধের স্থানে বাণিজ্যিক উদ্দেশে নির্মাণাধীন স্থাপনা অবিলম্বে ভেঙে ফেলার আহ্বান জানান।  এ বিষয়ে সোচ্চার হওয়ার জন্য আহ্বান জানান সিলেটের সব গণতান্ত্রিক রাজনৈতিক দল, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, শুভবুদ্ধি সম্পন্ন মানুষের প্রতি। 

বিবৃতিদাতা নেতৃবৃন্দ হচ্ছেন— গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় সভাপতি ব্যারিস্টার মো. আরশ আলী, সিলেট জেলা সিপিবির সাবেক সভাপতি অ্যাডভোকেট বেদানন্দ ভট্টাচার্য, সিলেট জেলা জাসদ সভাপতি লোকমান আহমদ, আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট এমাদ উল্লাহ শহিদুল ইসলাম, সুজন সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী, আইডিয়ার প্রধান নির্বাহী নজমুল হক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব অম্বরিষ দত্ত, নাগরিক মৈত্রীর সমর বিজয় সি শেখর, ন্যাপ ঐক্য সিলেট জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা সুবল চন্দ্র পাল, সিপিবি জেলা সভাপতি ফরহাদ হোসেন, গণতন্ত্রী পার্টি জেলা মো. আরিফ মিয়া, জাসদ মহানগর শাখার ভারপ্রাপ্ত সভাপতি ফারুক আহমেদ, বাসদ (মার্কসবাদী) জেলা আহ্বায়ক উজ্জল রায়, ওয়ার্কার্স পার্টি জেলা সভাপতি সিকান্দর আলী প্রমুখ।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: