শাহজালালে বিমানবন্দরে ৮ কেজি স্বর্ণসহ আটক বিমানকর্মী বরখাস্ত

আবদুল আজিজ বিমান ফ্লাইট ক্যাটারিং সেন্টারের (বিএফসিসি) প্যান্ট্রিম্যান হিসেবে কর্মরত ছিলেন

শাহজালালে বিমানবন্দরে ৮ কেজি স্বর্ণসহ আটক বিমানকর্মী বরখাস্ত
শাহজালালে বিমানবন্দরে ৮ কেজি স্বর্ণসহ আটক বিমানকর্মী বরখাস্ত

প্রথম নিউজ, ঢাকা: ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮ কেজি স্বর্ণের বারসহ আটক রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কর্মী মোহাম্মদ আবদুল আজিজ আকন্দকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আবদুল আজিজ বিমান ফ্লাইট ক্যাটারিং সেন্টারের (বিএফসিসি) প্যান্ট্রিম্যান হিসেবে কর্মরত ছিলেন। এ ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে বিমান। এ ছাড়া পৃথক তদন্ত কমিটি গঠনের প্রস্তুতি নিচ্ছে বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়।

বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টায় বিমান ফ্লাইট ক্যাটারিং সেন্টার পরিদর্শন শেষে এসব তথ্য জানান। গত ২৫ মে দিবাগত রাতে আট কেজি স্বর্ণের বারসহ আবদুল আজিজ আকন্দকে বিমানবন্দরে আটক করা হয়। 

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom