শেষ ম্যাচেও জিম্বাবুয়েকে উড়িয়ে দিলো ভারত

 শেষ ম্যাচেও জিম্বাবুয়েকে উড়িয়ে দিলো ভারত

প্রথম নিউজ, ডেস্ক : ৫ ম্যাচের সিরিজের প্রথম ম্যাচেই জিম্বাবুয়ের কাছে হেরে বসলো ভারত। সবাই অবাক, বিশ্বচ্যাম্পিয়ন দলটির এমন অবস্থা কেন? ১১৫ রান তাড়া করতে নেমে অলআউট হয়েছিলো ১০২ রানে।

কিন্তু এরপরই ঘুরে দাঁড়ায় শুভমান গিলের নেতৃত্বাধীন ভারতীয় দল। এরপর প্রতিটি ম্যাচেই স্বাগতিক জিম্বাবুয়েকে বিধ্বস্ত করেছে ভারতীয়রা। টানা তিন ম্যাচ জিতে সিরিজ নিজেদের করে নিয়েছিলো। এমনকি আজ (রোববার) শেষ ম্যাচটিও জিম্বাবুয়েকে উড়িয়ে দিয়েছে ভারতীয় ক্রিকেটাররা।

সিরিজ নিশ্চিত হওয়ার পরে শেষ ম্যাচটা মোটামুটি গুরুত্বহীন ছিল ভারতের কাছে। সেই ম্যাচটিও ৪২ রানে জিতলো ভারতীয় দল। প্রথমে ব্যাট করতে নেমে ১৬৭ রান করে ভারত। জবাব দিতে নেমে ১৮.৩ ওভারে ১২৫ রানে অলআউট হয়ে যায় জিম্বাবুইয়ানরা।

টস হেরে রোববারের ম্যাচে প্রথমে ব্যাট করে ভারত। প্রথম বলেই ছক্কা মারেন জসস্বি জয়সওয়াল। সেটি নো বল ছিল। পরের বলটি ফ্রি হিট। সেটিও ছক্কা মারেন জসস্বি। মনে হচ্ছিল আগের ম্যাচের ফর্মেই খেলতে দেখা যাবে তাকে। কিন্তু সিকান্দার রাজা তা হতে দিলেন না। বড় শটের লোভে উইকেট হারালেন জসস্বি। বোল্ড হয়ে যান তিনি। মাত্র ১৩ রান করে সাজঘরে ফেরেন তরুণ ওপেনার।

৪০ রানের মধ্যে ৩ উইকেট হারায় ভারত। অভিশেক শর্মা (১৪) এবং শুভমান গিল (১৩) অল্প রানেই আউট হয়ে যান তারা। সেখান থেকে ভারতের হয়ে ইনিংস গড়ার কাজ করেন সাঞ্জু স্যামসন এবং রায়ান পরাগ। তারা মিলে ৬৫ রানের জুটি গড়েন। সেটাই ম্যাচের রাশ ভারতের হাতে এনে দেয়। পরাগ ২২ রান করে আউট হয়ে গেলেও সাঞ্জু করেন ৫৮ রান। শেষবেলায় শিবাম দুবের ১২ বলে ২৬ রান ভারতকে ১৬৭ রানে পৌঁছে দেয়। লড়াই করার মতো রান তুলে নেয় ভারত।

রান তাড়া করতে নেমে পুরো ২০ ওভার খেলতে পারেনি জিম্বাবুয়ে। মুকেশ কুমার ৪ উইকেট তুলে নেন। তিনি নো বলে একটি বোল্ড করেছিলেন। না হলে ৫ উইকেট হতে পারত বাংলার পেসারের। দুবে দু’টি উইকেট নিয়েছেন। একটি রান আউটও করেছেন তিনি।

ভারতীয় বোলারদের দাপটে মনে হয়নি রবিবার জিম্বাবুয়ে জিততে পারে। শেষ পর্যন্ত ১২৫ রানে শেষ হয়ে যায় সিকান্দার রাজাদের ইনিংস। ৪২ রানে ম্যাচ জিতে নেয় ভারত। ৪-১ ব্যবধানে সিরিজ জেতে তারা।