শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধের ব্যবস্থা নিতে সরকারকে আহ্বান রওশনের
প্রথম নিউজ, ঢাকা : শ্রমিকদের বেতন-বোনাস ও বকেয়া দ্রুত পরিশোধ করে ঈদে নির্বিঘ্নে বাড়ি যাওয়া নিশ্চিত করতে ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ। তিনি বলেন, শ্রমজীবী খেটে খাওয়া মানুষ ঈদের আনন্দ যেনো পরিবার পরিজনের সঙ্গে নিশ্চিন্তে ভাগাভাগি করতে পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে।
সোমবার (১০ এপ্রিল) দুপুরে রাজধানীর গুলশানে বিরোধী দলীয় নেতার রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত পার্টির যুগ্ম আহ্বায়কদের বৈঠকে ভার্চুয়ালি অংশ নিয়ে তিনি এ আহ্বান জানান।
রওশন এরশাদ বলেন, ঈদকে সামনে রেখে এবং চলমান পবিত্র রমজানে রোজাদার মানুষের কথা বিবেচনা করে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে ব্যবস্থা নিতে হবে। এছাড়া ঈদ যাত্রা যেনো নিরাপদ ও নির্বিঘ্ন হয়, তাও নিশ্চিত করতে হবে।
কোনো ধরনের ভোগান্তি-দুর্ঘটনা যেন ঈদ আনন্দকে ম্লান করে না দেয় সেদিকে লক্ষ্য রাখতে আইন-শৃঙ্খলা বাহিনীকে কঠোর পদক্ষেপ নেয়ারও আহ্বান জানান রওশন এরশাদ।
সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক দেলোয়ার হোসেন খানের সভাপতিত্বে এবং বিরোধী দলীয় নেতার মুখপাত্র কাজী মামুনুর রশীদের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন বিরোধী দলীয় নেতার রাজনৈতিক সচিব ও সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব গোলাম মসীহ, সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহ্বায়ক এসএমএম আলম, অধ্যাপক ইকবাল হোসেন রাজু, ফখরুজ্জামান জাহাঙ্গীর, জিয়াউল হক মৃধা, নুরুল ইসলাম নুরু, গোলাম সারোয়ার মিলন, রফিকুল হক হাফিজ ও খন্দকার মনিরুজ্জামান টিটু প্রমুখ।