শ্রমিকদের অবহেলায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে মাদ্রাসা ছাত্র
শনিবার সন্ধ্যায় উপজেলার কাইটাইল ইউনিয়নের জয়পাশা গ্রামে এ ঘটনা ঘটেছে।
প্রথম নিউজ, নেত্রকোনা: নেত্রকোনার মদনে সৌরভ এন্টারপ্রাইজ ঠিকাদারি প্রতিষ্ঠানের শ্রমিকদের দায়িত্বে অবহেলায় রুমান (১২) এক মাদ্রাসার শিক্ষার্থী মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। এ ঘটনায় ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন উল্টো মাদ্রাসার শিক্ষকদের হুমকি দিয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে। শনিবার সন্ধ্যায় উপজেলার কাইটাইল ইউনিয়নের জয়পাশা গ্রামে এ ঘটনা ঘটেছে। এমন অবস্থায় গুরুতর আহত শিক্ষার্থীকে নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে শঙ্কায় রয়েছেন মাদ্রাসার শিক্ষকরা। এ ঘটনায় রাশেদ (২৮) নামের আরেক যুবক আহত রয়েছে।
স্থানীয় লোকজন সূত্রে জানা গেছে, উপজেলা জনস্বাস্থ্য অফিসের আওতায় কাইটাইল ইউনিয়নের জয়পাশা বয়রাহালা নদীর সেতু সংলগ্ন মসজিদে একটি নলকূপ স্থাপন করছে সৌরভ এন্টারপ্রাইজ নামের ঠিকাদারি প্রতিষ্ঠান। ওই মসজিদের পাশে দাঁড়িয়ে ছিল জয়পাশা নূরানীয়া আলীমিয়া তাহফিজুল কোরআন মাদ্রাসার শিক্ষার্থী রোমান। ঠিকাদারের শ্রমিকদের অবহেলায় হঠাৎ লোহার পাইভ রোমানের ওপর এসে পড়ে। এতে শিক্ষার্থী গুরুতর আহত হলে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। তার অবস্থা আশঙ্কাজনক থাকায় উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আহত রাশেদ (২৮) কে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
জয়পাশা নূরানীয়া আলীমিয়া তাহফিজুল কোরআন মাদ্রাসার প্রধান শিক্ষক মুশফিকুর রহিম জানান, রোমান মদন উপজেলার নায়েকপুর ইউনিয়নের মাখনা গ্রামের হতদরিদ্র রুহুল আমিনের ছেলে। বিকালে সে মাদ্রাসা থেকে হাঁটতে বের হয়েছিল। ঠিকাদারি প্রতিষ্ঠানের শ্রমিকদের দায়িত্বে অবহেলার কারণে তার অবস্থা এখন সংকটাপন্ন। বিষয়টি ঠিকাদারের লোকজনকে জানালে তারা আরো আমাদের উল্টো হুমকি ধমকি দিয়ে যাচ্ছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিনা শাহরীন জানান, মাদ্রাসার শিক্ষার্থী আহত হওয়ার খবর স্থানীয় ইউপি চেয়ারম্যান আমাকে জানিয়েছেন। উপজেলা জনস্বাস্থ্য কর্মকর্তাকে বলেছি শিক্ষার্থীর খোঁজ নিয়ে চিকিৎসার ব্যবস্থা করার জন্য। মদন উপজেলা জনস্বাস্থ্যের উপ-সহকারী প্রকৌশলী মাহবুবুর রহমান সুমন ও ঠিকাদারি প্রতিষ্ঠানের সৌরভ এন্টারপ্রাইজের প্রোপাইটর সৌরভের মোবাইলে একাধিকবার কল দিলেও রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: