শেরপুরে ছাত্র হত্যা মামলায় সাবেক চেয়ারম্যান নুরুল গ্রেপ্তার

শেরপুরে ছাত্র হত্যা মামলায় সাবেক চেয়ারম্যান নুরুল গ্রেপ্তার

প্রথম নিউজ, শেরপুর : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার মিছিলে হামলা ও শিক্ষার্থী মাহবুব হত্যা মামলায় শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ০৭ নম্বর মালিঝিকান্দা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. নুরুল ইসলাম তোতাকে (৬০) গ্রেপ্তার করেছে র‍্যাব।

বুধবার (৩০ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টায় শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার তিনানী বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার নুরুল ইসলাম ঝিনাইগাতী উপজেলায় মালিঝিকান্দা দেবওপাড়া গ্রামের মৃত গনি সরকারের ছেলে। 

বুধবার রাতে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-১৪ সিপিসি-১ জামালপুরের মিডিয়া কর্মকর্তা ও সহকারী পুলিশ সুপার মো. আব্দুল হাই চৌধুরী। গ্রেপ্তারের পরে নুরুল ইসলামকে শেরপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানানো হয়।