শিরোপা লড়াইয়ে আর্জেন্টিনা-ফ্রান্স: কী বলছে পরিসংখ্যান?

এখন পর্যন্ত দুই দলের মুখোমুখি লড়াই হয়েছে ১২ বার। আর্জেন্টিনার জয় ৬টিতে, ফ্রান্স জিতেছে ৩টি। ৩টি ম্যাচ হয়েছে ড্র

 শিরোপা লড়াইয়ে আর্জেন্টিনা-ফ্রান্স: কী বলছে পরিসংখ্যান?
 শিরোপা লড়াইয়ে আর্জেন্টিনা-ফ্রান্স: কী বলছে পরিসংখ্যান?-প্রথম নিউজ

প্রথম  নিউজ, ডেস্ক : আর মাত্র কয়েক ঘণ্টা। এরপরই মিলবে জবাবটা। আর্জেন্টিনা নাকি ফ্রান্স-সোনালি ট্রফিটা হাতে বিশ্বজয়ের উচ্ছ্বাসে মাতবে কোন দল? লুসাইল স্টেডিয়ামে বিশ্বকাপের ফাইনাল বাংলাদেশ সময় রাত নয়টায়।

ফাইনালের এই লড়াইয়ে এগিয়ে কারা? পরিসংখ্যান কিন্তু কথা বলছে আর্জেন্টিনার পক্ষেই। এখন পর্যন্ত দুই দলের মুখোমুখি লড়াই হয়েছে ১২ বার। আর্জেন্টিনার জয় ৬টিতে, ফ্রান্স জিতেছে ৩টি। ৩টি ম্যাচ হয়েছে ড্র।

বিশ্বকাপেও আর্জেন্টিনার পাল্লা ভারি। তিনবারের দেখায় দুইবারই ফ্রান্সকে হারিয়েছে আলবিসেলেস্তেরা। মজার ব্যাপার হলো, ইতিহাসে দুই দলের প্রথম দেখাটাই ছিল বিশ্বকাপে। ১৯৩০ সালে ১-০ গোলে জিতেছিল আর্জেন্টিনা।

এরপর ১৯৭৮ বিশ্বকাপে আরেকবার মুখোমুখি হয়েছিল ফ্রান্স-আর্জেন্টিনা। সেবারও আর্জেন্টিনা জেতে, ফ্রান্সকে হারায় ২-১ গোলে।

তবে ২০১৮ বিশ্বকাপে সর্বশেষ লড়াইয়ে জয়ী দলটির নাম ফ্রান্স। সেবার শেষ ষোলোতেই দেখা হয়ে গিয়েছিল দুই দলের। ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর আর্জেন্টিনাকে ৪-৩ গোলে হারায় ফ্রান্স।

ফলে পরিসংখ্যানে পিছিয়ে থাকলেও ফর্মের বিচারে এই ফ্রান্স ভয়ংকর। তাদের আত্মবিশ্বাসের রসদ হতে পারে, সর্বশেষ মুখোমুখি দেখায় আর্জেন্টিনাকে হারানোর অতীত। তারা জিতেছে সর্বশেষ বিশ্বকাপের ট্রফিটিও।

লড়াইটা তাই হবে সেয়ানে সেয়ানে। জমজমাট একটি ফাইনালের অপেক্ষা তাই করতেই পারেন ফুটবলপ্রেমীরা।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom