আইপিএলে লজ্জার রেকর্ড গড়লেন রোহিত

 আইপিএলে লজ্জার রেকর্ড গড়লেন রোহিত
আইপিএলে লজ্জার রেকর্ড গড়লেন রোহিত-প্রথম নিউজ

প্রথম নিউজ, ডেস্ক : আইপিএলে গত রাতে চেন্নাই সুপার কিংসের কাছে হেরেছে মুম্বাই ইন্ডিয়ান্স। তাতে দলটি গড়ে ফেলেছে লজ্জার এক রেকর্ড। তবে এর আগেই রোহিত শর্মা গড়েছেন আরও একটি। মহেন্দ্র সিং ধোনিদের বিরুদ্ধে খেলতে নেমে সবশেষ ম্যাচে শূন্য রানে আউট হয়ে যান রোহিত। তাতেই আইপিএলে সবচেয়ে বেশি বার শূন্য রানে আউট হওয়ার অনাকাঙ্ক্ষিত রেকর্ডটা চলে যায় তার দখলে।

এ বারের আইপিএলে যেন নিজেকে হারিয়ে খুঁজছেন রোহিত। প্রথম সাত ম্যাচে পঞ্চাশের দেখা পাননি একটিও। করেছেন যথাক্রমে ৪১, ১০, ৩, ৩৬, ২৮, ৬ ও ০ রান করেছেন। সব মিলিয়ে রান মাত্র ১১৪। গড়টা মাত্র ১৬.২৮!

বাঁহাতি বোলারদের বিপক্ষে দুর্বলতাটা এখন চোখে পড়ছে বাজেভাবে। গতকালও উইকেটটা হারিয়েছেন বাঁহাতি বোলারের কাছেই। ইনিংসের প্রথম ওভার করতে আসা মুকেশ চৌধুরি বলটা ভেতরের দিকে ঢোকাতে চেষ্টা করেছিলেন, সফলও হয়েছিলেন। তাতে রোহিত যান হকচকিয়ে, খেলে বসেন নিয়ন্ত্রণহীন এক শট। ফলে মিড অনে স্যান্টনারের হাতে ক্যাচ তুলে বিদায় নেন তিনি। তাতেই রেকর্ডটা গড়া হয়ে যায় তার।

আইপিএল ইতিহাসে সবচেয়ে বেশি ১৪ বার রানের খাতা খোলার আগে আউট হয়েছেন রোহিত। তার আগে এই কীর্তি ছিল হরভজন সিং, পার্থিব পাটেল, মনদীপ সিংহ ও পীযূষ চাওলার দখলে। চার জনেই আইপিএলে ১৩ বার শূন্য রানে আউট হয়েছিলেন।

তার দলও গড়েছে রেকর্ড। চলতি আইপিএলে সাত ম্যাচ খেলে হেরেছে সবকটিতে। আইপিএলের ১৫ বছরের ইতিহাসে এমন বাজে সূচনা হয়নি আর কোনো দলেরই।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom