কাতার বিশ্বকাপের পর্দা নামছে আজ

দেখতে দেখতে শেষ হয়ে এলো দিন। গ্রেটেস্ট শো অন আর্থ' ফুটবল বিশ্বকাপের পর্দা নামছে আজ (রোববার)

 কাতার বিশ্বকাপের পর্দা নামছে আজ
 কাতার বিশ্বকাপের পর্দা নামছে আজ-প্রথম নিউজ

প্রথম নিউজ, ডেস্ক : দেখতে দেখতে শেষ হয়ে এলো দিন। গ্রেটেস্ট শো অন আর্থ' ফুটবল বিশ্বকাপের পর্দা নামছে আজ (রোববার)। কাতারে ৩২ দল নিয়ে শুরু এই টুর্নামেন্টে টিকে আছে এখন কেবল দুটি দল-আর্জেন্টিনা আর ফ্রান্স। আজ রাতেই এক দল মাতবে শিরোপা জয়ের উল্লাসে, আরেক দল কাঁদবে স্বপ্নভঙ্গের বেদনায়।

লুসাইল স্টেডিয়ামে হবে আর্জেন্টিনা ও ফ্রান্সের মধ্যকার এই বহুল আকাঙ্খিত শিরোপা লড়াই। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত নয়টায়।

১৯৩০ সালে শুরু হওয়া ফিফা বিশ্বকাপের ২২তম আসরের আয়োজক দেশ কাতার। কাতারের আয়োজক হওয়া নিয়ে আলোচনা যেমন ছিল, ছিল নানামুখী সমালোচনাও। তবে সব কিছু ছাপিয়ে ইতিহাসের অন্যতম সফল এক বিশ্বকাপ শেষ করার পথে মরুর দেশটি।

এবারের বিশ্বকাপে মোট ৩২টি দেশ অংশগ্রহণ করছে। দেশগুলোকে এ থেকে এইচ পর্যন্ত ৮টি গ্রুপে বিভক্ত করা হয়। ২০ নভেম্বর স্বাগতিক কাতার ও ইকুয়েডরের মধ্যকার ম্যাচ দিয়ে আনুষ্ঠানিকভাবে মাঠে গড়ায় বিশ্বকাপ।

গ্রুপ পর্বের লড়াই শেষে ৩ ডিসেম্বর থেকে শুরু হয় নক-আউট পর্বের ম্যাচ। রাউন্ড অব ১৬ থেকে কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ পার করে ফাইনালের দোরগোড়ায় দাঁড়িয়ে কাতার বিশ্বকাপ। এই ফাইনালে কে হাসবে শেষ হাসি, কার হাতে উঠবে আরাধ্য শিরোপা, সেই প্রশ্নের উত্তর মিলবে আজ রাতেই।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom