শুটিংয়ে শাহরুখ
গত অক্টোবরে কারাগার থেকে ছেলে আরিয়ান খান ঘরে ফেরার পর শাহরুখ খানকে প্রথমবারের শুটিং সেটে দেখা গেছে
প্রথম নিউজ, ডেস্ক : গত অক্টোবরে কারাগার থেকে ছেলে আরিয়ান খান ঘরে ফেরার পর শাহরুখ খানকে প্রথমবারের শুটিং সেটে দেখা গেছে। তবে, সিনেমা নয় তিনি বিজ্ঞাপনের শুটিংয়ে অংশ নিয়েছেন। পাপারাজ্জিরা সুপারস্টার শাহরুখ শুটিং সেটে ক্যামেরাবন্দী করেছেন। তাকে লম্বা চুলে গতকাল সেটে প্রবেশ করতে দেখা যায়। তখন সেখানে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়। তবে, শাহরুখ খান এখনো 'পাঠান' সিনেমার শুটিংয়ে তারিখ ঘোষণা করেননি।
এতে তার বিপরীতে দীপিকা পাড়ুকোন এবং জন আব্রাহাম অংশ নেবেন। জানা গেছে, এই সুপারস্টার তার বাড়ি মান্নাতে কঠোর অনুশীলন করছেন।
অক্টোবরে পাঠানের শুটিংয়ে তার স্পেনে যাওয়ার কথা ছিল। কিন্তু, ছেলে আরিয়ান খানকে ক্রুজ ড্রাগস মামলায় গ্রেপ্তার করায় তিনি সব শিডিউল বাতিল করেন।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: