শিক্ষা নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে: ইসলামী আন্দোলন

রোববার বিকালে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

শিক্ষা নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে: ইসলামী আন্দোলন

প্রথম নিউজ, অনলাইন: শিক্ষা নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম। রোববার বিকালে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার সম্মেলনে এ মন্তব্য করেন তিনি। সম্মেলন শেষে হাসান মাহমুদকে সভাপতি, হাসিবুল হোসেনকে সহ সভাপতি, আবু সালেহ মুহাম্মদ হাসিবুল্লাহকে সাধারণ সম্পাদক করে বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস কমিটি ঘোষণা করা হয়।

ফয়জুল করীম বলেন, শিক্ষা থেকে ইসলাম ও ধর্মীয় মূল্যবোধ তুলে দিয়ে হিন্দুত্ববাদে ধাবিত করার সকল ষড়যন্ত্র চুড়ান্ত। বর্তমান শিক্ষামন্ত্রীও একজন হিন্দুপ্রেমিক। তিনি নিজেও বলেছেন, আমি রামকৃঞ্চ স্কুলে পড়েছি। উগ্রবাদী সংগঠন ইসকনেরও সদস্য শিক্ষামন্ত্রী। এমন ব্যক্তিদের দ্বারা কখনো মুসলমানদের স্বার্থ রক্ষা হবে না। শিক্ষা কারিকুলামের অসঙ্গতি দূর করতে না পারলে ভবিষ্যৎ প্রজন্ম ধ্বংস হবে এতে কোন সন্দেহ নেই। আমরা আমাদের সন্তানদেরকে কুশিক্ষার হাত থেকে রক্ষা করে সুশিক্ষায় শিক্ষিত করতে চাই।

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বরিশাল বিশ্ববিদ্যালয়ের সভাপতি মুহাম্মদ আনোয়ার হোসাইনের সভাপতিত্বে সম্মেলনে সংগঠনের কেন্দ্রীয় সহ সভাপতি ইউসুফ আহমাদ মানসুর, অধ্যাপক মাওলানা জাকারিয়া হামিদী প্রমুখ উপস্থিত ছিলেন।

জেরা উৎপাদন করতে পারে।