শাকিব-পূজার প্রেমের গুঞ্জন ছিল বছরজুড়ে

চলতি বছরের শুরু থেকে আগস্ট পর্যন্ত আমেরিকায় ছিলেন শাকিব খান। দেশটিতে চ্যানেল আইয়ের একটি অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে আর ফিরে আসেননি তিনি।

শাকিব-পূজার প্রেমের গুঞ্জন ছিল বছরজুড়ে
শাকিব-পূজার প্রেমের গুঞ্জন ছিল বছরজুড়ে

প্রথম নিউজ, বিনোদন: চলতি বছরের শুরু থেকে আগস্ট পর্যন্ত আমেরিকায় ছিলেন শাকিব খান। দেশটিতে চ্যানেল আইয়ের একটি অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে আর ফিরে আসেননি তিনি। এর পর জানা যায় সেখানে তিনি গ্রিন কার্ডের জন্য আবেদন করেছেন। পরে সেটা পান বলে জানান।  আমেরিকায় অবস্থানকালীন শাকিবের সঙ্গে চিত্রনায়িকা পূজার প্রেম চলছে বলে গুঞ্জন ওঠে। পরে শাকিব দেশে আসার পরও সেটা চাউর ছিল অনেকদিন। শাকিবের প্রযোজনায় সরকারি অনুদানের সিনেমা ‘মায়া’তে পূজাকে কাস্টও করা হয়। যদিও শেষ পর্যন্ত এ সিনেমার কাজ শুরু হয়নি।

পরে এ বিষয়ে মুখ খুলেন শাকিব খান। পূজা চেরির সঙ্গে গুঞ্জনের বিষয়ে এক সাক্ষাৎকারে শাকিব খানের পাল্টা প্রশ্ন— ‘আমি কমপক্ষে এখন পর্যন্ত শতাধিক ছবিতে অভিনয় করেছি। তাই বলে আমি কি প্রত্যেক নায়িকার সঙ্গেই প্রেম-বিয়ের সম্পর্কে জড়িয়েছি? সবার সঙ্গে কি আমার স্ক্যান্ডাল আছে? আমি তো মাত্র দুজনকে বিয়ে করেছি। বাকি যেসব খবর রটেছে সবই তো গুঞ্জন। না হলে যাদের জড়িয়ে আমার সম্পর্কে বলা হচ্ছে, তারা কি মুখ বন্ধ করে রাখত? মীরজাফররূপি কিছু কাছের মানুষেরাই এসব গুঞ্জন ছড়াচ্ছেন বলে মনে করেন শাকিব খান।  এসব শত্রুকে পরিহার করে শাকিব বললেন, ‘আমি আর কোনো খারাপ মানুষের সঙ্গে চলতে চাই না।’

এ চিত্রনায়ক বলেন, ‘আসলে প্রতিষ্ঠিত মানুষের পেছনে সবসময় ইর্ষাপরায়ণ কিছু শত্রু  থাকে, তারাই তিলকে তাল করে পরিস্থিতির অবনতি ঘটাতে চায়। এসব মানুষ কিন্তু বন্ধুরূপে কাছেই থাকে। যেমন নবাব সিরাজউদ্দৌলার অতি কাছের মানুষ ছিলেন মীরজাফর। এই মীরজাফরদের কাছ থেকে সবসময় দূরে থাকতে হয়। মীরজাফরদের পরিণতি শেষ পর্যন্ত ভয়াবহ হয়। তারা একসময় করুণভাবে নির্বংশ হয়। ইতিহাসই এর সাক্ষী। আমি আর কোনো খারাপ মানুষের সঙ্গে চলতে চাই না।’

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom