লালমনিরহাটে ভুট্টাক্ষেতে মিললো নবজাতকের মরদেহ
সোমবার (৫ ফেব্রুয়ারি) সকালে উপজেলার বড়খাতা ডিগ্রি কলেজ সংলগ্ন ভুট্টাক্ষেত থেকে মরদেহটি উদ্ধার হয়।
প্রথম নিউজ, লালমনিরহাট: লালমনিরহাটের হাতীবান্ধা থেকে অজ্ঞাতপরিচয় এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৫ ফেব্রুয়ারি) সকালে উপজেলার বড়খাতা ডিগ্রি কলেজ সংলগ্ন ভুট্টাক্ষেত থেকে মরদেহটি উদ্ধার হয়।
স্থানীয়রা জানান, ভুট্টাক্ষেতে প্লাস্টিকের ব্যাগে মোড়ানো মরদেহ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে। বড়খাতা ইউনিয়নের চেয়ারম্যান আবু হেনা মোস্তফা জামাল সোহেল বলেন, ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধারের জন্য পুলিশকে খবর দেওয়া হয়েছে। পুলিশ মরদেহ উদ্ধার করেছে।
হাতীবান্ধা থানার ওসি (তদন্ত) নির্মল চন্দ্র মোহন্ত বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। সুরতহাল প্রতিবেদন প্রকাশের পর বিস্তারিত জানা যাবে।