লালবাগে কাঁঠাল পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে পরিচ্ছন্নতাকর্মীর মৃত্যু

লালবাগে কাঁঠাল পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে পরিচ্ছন্নতাকর্মীর মৃত্যু

প্রথম নিউজ, ঢাকা : রাজধানীর লালবাগ ওয়েস্ট অ্যান্ড হাইস্কুলে কাঁঠাল পাড়তে গিয়ে নিচে পড়ে মো. আলম (৩৫) নামে এক পরিচ্ছন্নতাকর্মী নিহত হয়েছেন। মঙ্গলবার (১১ জুলাই) দুপুর পৌনে ৩টার দিকে এ ঘটনা ঘটে।

মো. আলমকে হাসপাতালে নিয়ে আসা সহকারী শিক্ষক ইব্রাহিম খান বলেন, আমাদের স্কুলের কম্পাউন্ডের ভেতরের গাছ থেকে কাঁঠাল পাড়তে গিয়ে ডাল ভেঙে নিচে পড়ে পরিচ্ছন্নতাকর্মী আলম আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।


তিনি আরও বলেন, আলম লালবাগ এলাকায় থাকতেন। তার বাড়ি কুমিল্লা জেলার হোমনা থানা এলাকায়।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি লালবাগ থানাকে জানিয়েছি।