লারার ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে চ্যাম্পিয়ন টেন্ডুলকারের ভারত

প্রথম নিউজ, অনলাইন: ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে ইন্টারন্যাশনাল মাস্টার্স জিতল ভারত। রায়পুরে গতরাতে ফাইনালে ব্রায়ান লারার ওয়েস্ট ইন্ডিজ মাস্টার্সকে ৬ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে শচীন টেন্ডুলকারের ভারত মাস্টার্স।
টি-টোয়েন্টি ফরম্যাটের সাবেকদের এই টুর্নামেন্টের ফাইনালে ওয়েস্ট ইন্ডিজ করে ৭ উইকেটে ১৪৮ রান। ওপেন করতে নেমে লারা করেন ৬ বলে ৬ রান।
দলটির হয়ে ৪১ বলে সর্বোচ্চ ৫৭ রান করেন লেন্ডল সিমন্স। এ ছাড়া ৩৫ বলে ৪৫ রান করেছেন ওপেনার ডোয়াইন স্মিথ। ভারতীয় পেসার বিনয় কুমার নেন ২৬ রানে ৩ উইকেট।
১৪৯ রানে জবাবে ভারতের উদ্বোধনী জুটিতে ৭.৫ ওভারে ৬৭ রানে আসে।
১৮ বলে ২৫ রান করেন টেন্ডুলকার। ৫০ বলে ৭৪ রান করেন আরেক ওপেনার আম্বাতি রায়ডু। ১৮তম ওভারের প্রথম বলে জয় পেয়ে যায় ভারত মাস্টার্স।