লখনৌর বিপক্ষে প্রতিশোধের মিশনে মোস্তাফিজের দিল্লি

আইপিএলে ফিরতি লেগের ম্যাচে লখনৌ সুপার জায়ান্টসের মুখোমুখি হবে মোস্তাফিজুর রহমানের দিল্লি ক্যাপিট্যালস

 লখনৌর বিপক্ষে প্রতিশোধের মিশনে মোস্তাফিজের দিল্লি
লখনৌর বিপক্ষে প্রতিশোধের মিশনে মোস্তাফিজের দিল্লি-প্রথম নিউজ

প্রথম নিউজ, ডেস্ক : আইপিএলে ফিরতি লেগের ম্যাচে লখনৌ সুপার জায়ান্টসের মুখোমুখি হবে মোস্তাফিজুর রহমানের দিল্লি ক্যাপিট্যালস। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল ৪টায় শুরু হবে ম্যাচটি।

দুই দলের প্রথম সাক্ষাতের ম্যাচে ৬ উইকেটের সহজ জয় পেয়েছিল লখনৌ। আগে ব্যাট করে ১৪৯ রানে থামে দিল্লি। জবাবে কুইন্টন ডি ককের ৮০ রানের ইনিংসে ৪ উইকেট হারিয়েই জিতে যায় লখনৌ। সেদিন ৪ ওভারে ২৬ রান খরচ করেন মোস্তাফিজ।

সবমিলিয়ে এখন পর্যন্ত নয় ম্যাচে ছয়টি জয়ে পাওয়া ১২ পয়েন্টে তিন নম্বরে রয়েছে লোকেশ রাহুলের লখনৌ। অন্যদিকে আট ম্যাচে সমান চারটি করে জয়-পরাজয়ে পাওয়া ৮ পয়েন্টে দিল্লি রয়েছে ছয় নম্বরে।

দিল্লি ক্যাপিট্যালসের সম্ভাব্য একাদশ: পৃথ্বি শ, ডেভিড ওয়ার্নার, রিশাভ পান্ত (অধিনায়ক, উইকেটরক্ষক), মিচেল মার্শ, ললিত যাদব, অক্ষর প্যাটেল, রভম্যান পাওয়েল, শার্দুল ঠাকুর, কুলদিপ যাদব, মোস্তাফিজুর রহমান ও চেতান সাকারিয়া।

লখনৌ সুপার জায়ান্টসের সম্ভাব্য একাদশ: লোকেশ রাহুল (অধিনায়ক), কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), মার্কাস স্টয়নিস, ক্রুনাল পান্ডিয়া, দিপক হুদা, আয়ুশ বাদোনি, জেসন হোল্ডার, দুশমন্থ চামিরা, রবি বিষ্ণুই, মহসিন খান ও আভেশ খান।

রাতের ম্যাচে মুখোমুখি হবে সানরাইজার্স হায়দরাবাদ ও চেন্নাই সুপার কিংস। এখন পর্যন্ত আট ম্যাচ খেলে পাঁচটিতে জিতেছে হায়দরাবাদ। সমান ম্যাচে চেন্নাইয়ের জয় মাত্র দুই ম্যাচে। ফের মহেন্দ্র সিং ধোনির কাঁধে অধিনায়কত্ব দিয়ে ঘুরে দাঁড়ানো চেষ্টায়ই থাকবে চেন্নাই।

সানরাইজার্স হায়দরাবাদের সম্ভাব্য একাদশ: কেইন উইলিয়ামসন (অধিনায়ক), অভিষেক শর্মা, রাহুল ত্রিপাঠি, এইডেন মারক্রাম, নিকোলাস পুরান (উইকেটরক্ষক), শশাংক সিং, ওয়াশিংটন সুন্দর, ভুবনেশ্বর কুমার, মার্কো জানসেন, উমরান মালিক ও টি নাটরাজন।

চেন্নাই সুপার কিংসের সম্ভাব্য একাদশ: রুতুরাজ গাইকদ, রবিন উথাপ্পা, আম্বাতি রাইডু, শিভাম দুবে, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক, উইকেটরক্ষক), রবিন্দ্র জাদেজা, ডোয়াইন ব্রাভো, মিচেল স্যান্টনার, ডোয়াইন প্রিটোরিয়াস, মহেশ থিকসানা ও মুকেশ চৌধুরী।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom