এগিয়ে এলো বিপিএল ফাইনালের সময়
: এগিয়ে আনা হয়েছে চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেটের ফাইনালের সময়

প্রথম নিউজ, ডেস্ক : এগিয়ে আনা হয়েছে চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেটের ফাইনালের সময়। এক ঘণ্টা এগিয়ে বিকেল ৫টা ৩০ মিনিটে শুরু হবে শিরোপা নির্ধারণী ম্যাচটি।
পূর্ব নির্ধারিত সূচিতে ফাইনাল শুরুর সময় ছিল ১৮ ফেব্রুয়ারি (শুক্রবার) সন্ধ্যা ৬টা ৩০ মিনিট। বুধবার দুপুরর এক বিবৃতিতে এই ম্যাচটি এক ঘণ্টা এগিয়ে আনার সিদ্ধান্ত জানিয়েছে বিসিবি।
প্রথম কোয়ালিফায়ার জিতে এরই মধ্যে সবার আগে ফাইনালে উঠে গেছে ফরচুন বরিশাল। আজ (বুধবার) বিকেল ৫টা ৩০ মিনিটে দ্বিতীয় কোয়ালিফায়ারে মুখোমুখি হবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।
এই ম্যাচের জয়ী দল ফাইনালে লড়বে বরিশালের বিপক্ষে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: