লোকসান কমেছে ইন্টারন্যাশনাল লিজিংয়ের
লোকসান কমেছে পুঁজিবাজারের তালিকাভুক্ত আর্থিক প্রতিষ্ঠান খাতের কোম্পানি ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিসেস লিমিটেডের

প্রথম নিউজ, ডেস্ক : লোকসান কমেছে পুঁজিবাজারের তালিকাভুক্ত আর্থিক প্রতিষ্ঠান খাতের কোম্পানি ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিসেস লিমিটেডের। কোম্পানিটির ২০২২ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর সমাপ্ত তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদনে এ চিত্র দেখা গেছে।
যা রোববার (৮ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রকাশ করা হয়েছে।
ডিএসইর তথ্য মতে, জানুয়ারি-সেপ্টেম্বর গত ৯ মাসে সমন্বিত শেয়ারপ্রতি লোকসান হয়েছে ২ দশমিক ৮২ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে শেয়ারপ্রতি লোকসান হয়েছিল ৭ দশমিক ৭১ পয়সা। এ হিসেবে কোম্পানিটির লোকসান ৪ দশমিক ৮৯ পয়সা বা ৬৩ শতাংশ কমেছে।
২০২২ সালের ৩০ সেপ্টেম্বর কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি ঋণাত্মক সম্পদ দাঁড়িয়েছে (১৫৭ দশমিক ৬০) টাকায়।
২০০৭ সালে তালিকাভুক্ত কোম্পানিটি ২০১৮ সালে সর্বশেষ ৫ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ দিয়েছিল। তারপর থেকে টানা চার বছর লভ্যাংশ দিতে পারেনি। কোম্পানির শেয়ার রোববার লেনদেনের শুরু হয় ৬ টাকা ২০ পয়সাতে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews