তিন মাসে ১০ হাজার কর্মী ছাঁটাই করেছে আলিবাবা
এর মধ্যে দিয়ে ২০১৬ সালের মার্চের পর প্রথমবারের মতো প্রতিষ্ঠানটির বেতনের আকার কমল।
প্রথম নিউজ ডেস্ক: চীনা ই-কমার্স জায়ান্ট আলিবাবা ব্যয় কমাতে ১০ হাজার কর্মী ছাঁটাই করেছে। সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদন অনুযায়ী, জুন প্রান্তিকে প্রতিষ্ঠানটি ৯ হাজারের বেশি কর্মীকে ছাঁটাই করেছে।
এই প্রতিবেদনের তথ্য অনুযায়ী, জুন পর্যন্ত মোট ১৩ হাজার কর্মী ছাঁটাই করা হয়েছে। এর মধ্যে দিয়ে ২০১৬ সালের মার্চের পর প্রথমবারের মতো প্রতিষ্ঠানটির বেতনের আকার কমল।
আলিবাবার আয় জুন প্রান্তিকে ৫০ শতাংশ কমে দাঁড়িয়েছে ২২.৭৪ বিলিয়ন ইউয়ান; যা গত বছরের একই সময়ের চেয়ে ৪৫.১৪ বিলিয়ন ইউয়ান কম।
আলিবাবার চেয়ারম্যান এবং সিইও ড্যানিয়েল ঝাং ইয়ং বলেছেন যে প্রতিষ্ঠানটি এই বছর সদ্য বিশ্ববিদ্যালয় পাস করা ৬ হাজার কর্মী নিয়োগ দেবে।
গত মাসে গুঞ্জন ওঠে যে ধনকুবের জ্যাক মা অ্যান্ট গ্রুপের নিয়ন্ত্রণ ছেড়ে দেওয়ার পরিকল্পনা করছেন। গত বছর থেকে, চীনা নিয়ন্ত্রক কর্তৃপক্ষ আলিবাবা এবং অ্যান্ট গ্রুপের মতো দেশীয় প্রযুক্তি জায়ান্টগুলোর বিরুদ্ধে কঠোর হয়েছে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews