লক্ষ্মীপুর যুবদলের আহ্বায়ক লিটন, সদস্য সচিব হুমায়ুন
বৃহস্পতিবার রাত ১০টার দিকে কেন্দ্রীয় যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু ও সাধারণ সম্পাদক আবদুল মোনায়েম মুন্না স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
প্রথম নিউজ, লক্ষ্মীপুর : লক্ষ্মীপুর জেলা যুবদলের ৫১ সদস্য বিশিষ্ট্য নতুন আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। এতে রেজাউল করিম লিটনকে আহ্বায়ক ও আবদুল আলিম হুমায়ুনকে সদস্য সচিব করা হয়েছে। বৃহস্পতিবার রাত ১০টার দিকে কেন্দ্রীয় যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু ও সাধারণ সম্পাদক আবদুল মোনায়েম মুন্না স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
কমটির অন্য সদস্যরা হলেন সিনিয়র যুগ্ম-আহ্বায়ক সৈয়দ রশিদুল হাসান লিংকন, যুগ্ম-আহ্বায়ক খালেদ মো. আলী কিরন, সোহরাব হোসেন বুলু, একেএম ফরিদ উদ্দিন, আবদুল মান্নান লিটন, মহিউদ্দিন বিটু পাটোয়ারী, শিবলি নোমান, অ্যাডভোকেট এমরান হোসেন, টিপু সুলতান ভূঁইয়া। এতে ৪০ নেতাকে সদস্য করা হয়।
দলীয় সূত্র জানায়, আহ্বায়ক লিটন জেলা যুবদলের সভাপতি ছিলেন। এ ছাড়া সদস্য সচিব হুমায়ুন লক্ষ্মীপুর পৌর যুবদলের সাবেক সভাপতি ও সাবেক পৌর কাউন্সিলর।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews