রাষ্ট্রদ্রোহের দায়ে ‘ইউক্রেনের নায়ক’ আটক
হিরো অফ ইউক্রেন’ খেতাব পাওয়া দেশটির এক ধনকুবের ও সাবেক আইনপ্রণেতা ব্যাচেস্লাভ বগুস্লায়েভ আটক হয়েছেন
প্রথম নিউজ, ডেস্ক : ‘হিরো অফ ইউক্রেন’ খেতাব পাওয়া দেশটির এক ধনকুবের ও সাবেক আইনপ্রণেতা ব্যাচেস্লাভ বগুস্লায়েভ আটক হয়েছেন। রাষ্ট্রদ্রোহের অভিযোগে জাপোরোজিয়ে অঞ্চলের কিয়েভ নিয়ন্ত্রিত এলাকা থেকে তাকে আটক করা হয়।
ইউক্রেনের আইন প্রয়োগকারী সংস্থার বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে রাশিয়ার বার্তা সংস্থা আরটি।
খবরে বলা হয়েছে, আটকের পর শনিবার ইউক্রেনের নিরাপত্তা বাহিনী বগুস্লায়েভকে কিয়েভে নিয়ে গেছে। রুশপন্থি মনোভাবের কারণে গত কিছুদিন ধরেই তাকে খুঁজছিল ইউক্রেনের নিরাপত্তা বাহিনী। দোষ প্রমাণ হলে বগুস্লায়েভের যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে।
‘ইউক্রেন নিজেদের বীরদের ধ্বংস করেছে’- এমন মন্তব্য করে জাপোরোজিয়ে অঞ্চলের রুশ প্রশাসনের প্রধান কাউন্সিলর সদস্য ভ্লাদিমির রোগভ বগুস্লায়েভকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তার দুটি ছবিও প্রকাশ করেছেন টেলিগ্রামে।
গার্হস্থ্য প্রকৌশলের বিকাশে অবদানের স্বীকৃতিস্বরূপ ২০০০ সালে ‘হিরো অব ইউক্রেন’ খেতাব পান বগুস্লায়েভ।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews