রাশিয়ার বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনল ইউক্রেন
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ছয় চুল্লিবিশিষ্ট কমপ্লেক্সটি ইউরোপের বৃহত্তম পারমাণবিক কেন্দ্র।
প্রথম নিউজ, অনলাইন ডেস্ক: ইউক্রেনের সামরিক গোয়েন্দাপ্রধান অভিযোগ করেছেন যে, রাশিয়া অধিকৃত জাপোরিঝিয়া পারমাণবিক কেন্দ্রের চুল্লিগুলোকে শীতল রাখতে ব্যবহৃত ‘কুলিং পুকুরটি’ খনন করেছে মস্কো। মঙ্গলবার এমন অভিযোগ করেন তিনি। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ছয় চুল্লিবিশিষ্ট কমপ্লেক্সটি ইউরোপের বৃহত্তম পারমাণবিক কেন্দ্র। গত বছরের ফেব্রুয়ারিতে রুশ বাহিনী আক্রমণ করার পর থেকেই এটি দখলে রয়েছে রাশিয়ার। কিরিলো বুদানভ নামে ওই কর্মকর্তা টেলিভিশনে বলেছেন, সবচেয়ে ভয়ঙ্কর হলো যে, সেই সময়ে জাপোরিঝিয়া পারমাণবিক কেন্দ্রটি অতিরিক্তভাবে খনন করা হয়েছিল... যেমন কুলিং পুকুর খনন করা হয়েছিল। তিনি তার দাবির পক্ষে কোনো প্রমাণ হাজির করেননি।
রয়টার্স বলছে, এ ব্যাপারে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মন্তব্য জানতে চেয়ে অনুরোধ করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি। প্রতিবেদনে বলা হয়েছে, উভয়পক্ষ একে অপরের বিরুদ্ধে প্ল্যান্ট এবং এর আশপাশের পরিবেশে হামলার জন্য অভিযুক্ত করেছে এবং কমপ্লেক্সটির চারপাশে একটি অসামরিক অঞ্চল প্রতিষ্ঠার আন্তর্জাতিক প্রচেষ্টা এখনো পর্যন্ত ব্যর্থ হয়েছে। এদিকে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় একটি ‘নোংরা বোমা’ তৈরি করতে পারে- রাশিয়ার এমন অভিযোগ প্রত্যাখ্যান করেছে কিয়েভ।