র্যাব মানবাধিকার লুণ্ঠন করেনি, র্যাব মানবাধিকার রক্ষা করে চলেছে
র্যাবের কর্মকর্তাদের বিরুদ্ধে আমেরিকা ভ্রমণ নিষেধাজ্ঞাসহ যে নানা অভিযোগ তুলেছে তা প্রত্যাখ্যান করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
প্রথম নিউজ, ঢাকা: র্যাবের কর্মকর্তাদের বিরুদ্ধে আমেরিকা ভ্রমণ নিষেধাজ্ঞাসহ যে নানা অভিযোগ তুলেছে তা প্রত্যাখ্যান করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। র্যাব বলছে, র্যাব মানবাধিকার লুণ্ঠন করেনি, র্যাব মানবাধিকার রক্ষা করে চলছে। অপরাধীদের আত্মসমর্পণের সুযোগ দিয়ে র্যাব মানবিকতার নজির স্থাপন করেছে। আজ দুপুরে রাজধানীর কাওরানবাজারে র্যাবের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ দাবি করা হয়। র্যাবের আইন ও গণমাধ্যম বিভাগের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন জানান, ‘মার্কিন নিষেধাজ্ঞার বিষয়টি আমরা গণমাধ্যমের মাধ্যমে অবগত হয়েছি। এ বিষয়ে অফিসিয়ালি এখনো কোনো কিছু জানি না। অফিসিয়াল কোনো চিঠি না পাওয়ার আগ পর্যন্ত এ বিষয়ে তেমন কিছু বলতে পারছি না। অফিসিয়াল চিঠি পাওয়ার পর, আমরা এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেবো। তবে আমরা বলবো, র্যাব মানবাধিকার লুণ্ঠন করেনি, র্যাব মানবাধিকার রক্ষা করে চলেছে।
তিনি আরও জানান, আমাদের ৯ হাজারের যে ফোর্স (সদস্য), এই ফোর্সের লে. কর্নেল আবুল কালাম আজাদসহ ২৮ জন সদস্য জীবন দিয়েছেন। মানবাধিকার রক্ষায় এবং আইন-শৃঙ্খলা সমুন্নত রাখতে আমাদের ১ হাজারের বেশি সদস্যের অঙ্গহানি হয়েছে। এ ছাড়া আমাদের ২ হাজারের বেশি সদস্য আহত হয়েছেন। বিশ্বের এমন কোনো ফোর্স নেই যাদের ৯ হাজার সদস্যের মধ্যে, যারা দেশের আইন-শৃঙ্খলা ও মানবাধিকার রক্ষায় যে আত্মত্যাগ করেছে তা কোনো বাহিনীর রয়েছে কি-না আমার সন্দেহ রয়েছে।’
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: