রমনায় বিদ্যুৎস্পৃষ্টে রড মিস্ত্রির মৃত্যু
প্রথম নিউজ, ঢাকা : রাজধানীর রমনা থানার সিদ্ধেশ্বরী এলাকায় একটি নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুল করিম (২৭) নামে এক রড মিস্ত্রির মৃত্যু হয়েছে।
বুধবার (১৪ আগস্ট) বিকেল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের বাবা ইন্তাজ আলী জানান, আব্দুল করিম ও তিনি নির্মাণাধীন ওই ভবনের নিচ তলায় রডের কাজ করছিলেন। এ সময় সেখানে থাকা বৈদ্যুতিক তারের সঙ্গে রডের স্পর্শ লেগে তার ছেলে বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তাকে উদ্ধার করে ঢামেকে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, তাদের গ্রামের বাড়ি শেরপুরের নলিতাবাড়ী থানা এলাকায়। তারা নির্মাণাধীন ওই ভবনেই থাকতেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।