রমজানে দ্রব্যমূল্য সাধারণের ক্রয়সীমায় রাখুন: হেফাজত মহাসচিব

শুক্রবার বিকালে গণমাধ্যমে সংগঠনটির প্রচার সম্পাদক মুফতী কিফায়াতুল্লাহ আজহারীর পাঠানো এক বিবৃতিতে হেফাজত মহাসচিব এ আহবান জানান। 

রমজানে দ্রব্যমূল্য সাধারণের ক্রয়সীমায় রাখুন: হেফাজত মহাসচিব
রমজানে দ্রব্যমূল্য সাধারণের ক্রয়সীমায় রাখুন: হেফাজত মহাসচিব

প্রথম নিউজ, অনলাইন: জীবনের সর্বস্তরে পরিমিতিবোধ, ধৈর্য ও সংযম প্রদর্শনের মাধ্যমে রমজান মাসের পবিত্রতা রক্ষা করার আহবান জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান।  শুক্রবার বিকালে গণমাধ্যমে সংগঠনটির প্রচার সম্পাদক মুফতী কিফায়াতুল্লাহ আজহারীর পাঠানো এক বিবৃতিতে হেফাজত মহাসচিব এ আহবান জানান।  বিবৃতিতে তিনি বলেন, ‌‌আসুন, পবিত্র রমজানের শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে যাবতীয় ভোগবিলাস, হিংসা-বিদ্বেষ, উচ্ছৃঙ্খলতা ও সংঘাত পরিহার করে শান্তি প্রতিষ্ঠায় পরস্পরকে সহযোগিতা করি। জীবনের সর্বস্তরে পরিমিতি বোধ, ধৈর্য ও সংযম প্রদর্শনের মাধ্যমে রমজান মাসের পবিত্রতা রক্ষা করি।

পবিত্র রমজান উপলক্ষে দেশবাসী ও বিশ্ব মুসলিম উম্মাহর প্রতি তিনি আন্তরিক মোবারকবাদ জানিয়ে বলেন, রমজান আত্মসংযম, অনুকম্পা ও ক্ষমা লাভের মাস। এ মাসে ত্যাগ স্বীকারের শিক্ষার মাধ্যমে আত্মার পরিশুদ্ধি ঘটে ও সর্বশক্তিমান আল্লাহর নৈকট্য লাভের সুযোগ হয়। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৩ বা ২৪ মার্চ থেকে আরবি মাস রমজান শুরু হবে। বিশ্বের অন্য মুসলমানদের সঙ্গে বাংলাদেশের মুসলমানরাও মাসব্যাপী ধর্মীয় আচার পালন করবেন।  যদিও এই মাসের মূল তাৎপর্য হচ্ছে বিলাসিতা পরিহার করে নিজের ভোগ বা চাহিদাকে নিয়ন্ত্রণ করা। তারপরও এ মাসেই ভোগ্যপণ্যের বাজার অস্থির হয়ে উঠেছে। 

বিশেষ করে ভোজ্যতেল, ছোলা, ডাল, মটর, পেঁয়াজ, মসলা, চিনি ও খেজুরের চাহিদা বাড়ে দ্বিগুণের বেশি। মানুষের অতিরিক্ত চাহিদার সুযোগে নিয়মনীতির তোয়াক্কা না করে ব্যবসায়ীদের একটি শ্রেণি যে যার মতো নিত্যপণ্যের দাম বাড়াতে থাকে। তিনি বাজার মনিটরিং করে সেই সব অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের কাছে জোর দাবি জানান। তিনি ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, রমজান মাসে পারস্পরিক সহোযোগিতাপূর্ণ মনোভাব পোষণ করে ব্যবসা করুন। অন্তত রমজান মাসকে ব্যবসার উপলক্ষ না বানাই। 

মাহে রমজানের পবিত্রতা রক্ষায় দিনের বেলায় হোটেল রেস্তোরাঁ বন্ধ রাখার জন্য উদাত্ত আহ্বান জানান হেফাজত মহাসচিব। এছাড়া তিনি দেশবাসীর উদ্দেশ্যে আরও বলেন, রমজানে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে চলুন।  বিবৃতিতে হেফাজত মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান রোজার মধ্যেই সারা দেশে কারাবন্দি আলেম-ওলামাদের মুক্তির জন্য সরকারের কাছে জোর দাবি জানিয়েছেন।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: