রোববার বেনাপোলে আমদানি-রপ্তানি বন্ধ
তবে বেতবে বেনাপোল বন্দর ও কাস্টমস অফিস খোলা থাকবে। পাসপোর্ট যাত্রী চলাচল ও স্বাভাবিক থাকবে।নাপোল বন্দর ও কাস্টমস অফিস খোলা থাকবে। পাসপোর্ট যাত্রী চলাচল ও স্বাভাবিক থাকবে।
প্রথম নিউজ, বেনাপোল: বেনাপোলের বিপরীতে ভারতে বনগাঁসহ পশ্চিমবঙ্গের ১০৮টি পৌরসভার নির্বাচন উপলক্ষে রোববার (২৭ ফেব্রুয়ারি) সাধারণ ছুটি ঘোষণা করেছে দেশটির সরকার। এ উপলক্ষে বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে রোববার সকাল থেকে দু’দেশের মধ্যে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। তবে বেনাপোল বন্দর ও কাস্টমস অফিস খোলা থাকবে। পাসপোর্ট যাত্রী চলাচল ও স্বাভাবিক থাকবে। নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ভারতের নির্বাচন কমিশন এ ব্যবস্থা নিয়েছে। সোমবার সকাল থেকে আবারো চলবে আমদানি-রপ্তানি কার্যক্রম।
ভারতের পেট্রাপোল সিঅ্যান্ডএফ স্টাফ ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্ত্তিক চক্রবর্তী জানান, পৌরসভা নির্বাচন উপলক্ষে আমদানি-রপ্তানি সংক্রান্ত কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত সিঅ্যান্ডএফ মালিক, কর্মচারি, হ্যান্ডলিং শ্রমিক, ট্রাক চালকরা তাদের ভোট প্রয়োগ করতে নিজ নিজ এলাকায় যাবেন। ফলে এ পথে রোববার কোনো আমদানি-রপ্তানি কার্যক্রম হবে না। সোমবার সকাল থেকে আমদানি-রপ্তানি কার্যক্রম আবারো স্বাভাবিকভাবে চলবে।
বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন জানান, পশ্চিমবঙ্গে পৌরসভা নির্বাচন থাকায় ভারত সরকার সাধারণ ছুটি ঘোষণা করেছে। তাই রোববার এ পথে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে।
বেনাপোল চেকপোস্ট কাস্টমস কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা গোলাম মোস্তফা শিকদার জানান, ভারতে নির্বাচন থাকায় রোববার দু‘দেশের মধ্যে কোনো আমদানি-রপ্তানি বাণিজ্য হবে না। দু‘দেশের সিঅ্যান্ডএফ এজেন্টরা বিষয়টি আমাদের অবহিত করেছেন। তবে ভারত থেকে পণ্য নিয়ে আসা ট্রাকগুলো বেনাপোল বন্দরে পণ্য খালাস করে খালি ফিরে যেতে কোনো বাধা নেই। বেনাপোল কাস্টমস হাউজে কার্যক্রম ও পাসপোর্ট যাত্রী চলাচল স্বাভাবিক থাকবে।
বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষের উপ-পরিচালক (ট্রাফিক) মামুন কবীর তরফদার বলেন, ভারতে নির্বাচনের কারণে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও বেনাপোল বন্দর থেকে পণ্য খালাস প্রক্রিয়াসহ লোড আনলোড স্বাভাবিক থাকবে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: