রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করবে সংসদীয় কমিটি
প্রথম নিউজ, ঢাকা : রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করবে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।
বৃহস্পতিবার (২৪ আগস্ট) জাতীয় সংসদ ভবনে একাদশ জাতীয় সংসদের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২০তম বৈঠক অনুষ্ঠিত হয়।
কমিটির সভাপতি আ. ফ. ম রুহুল হক সভায় সভাপতিত্ব করেন। বৈঠকে কমিটির সদস্য মো. হাবিবে মিল্লাত, মো. শফিকুল আজম খাঁন, শিরীন আহমেদ এবং হাবিবা রহমান খান অংশ নেন।
বৈঠকে জাতীয় শোক দিবসের ওপর আলোচনা অনুষ্ঠিত হয়। বৈঠকের শুরুতে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব এবং ১৫ আগস্ট তার পরিবারের শাহাদত বরণকারী অন্যান্য সদস্য, ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলায় শাহাদত বরণকারী সব শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ, দোয়া ও মোনাজাত করা হয়।
বৈঠকে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সর্বশেষ অগ্রগতি সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়। এ প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীলতার সঙ্গে কার্যক্রম করার সুপারিশ করা হয়। কমিটি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শনের সিদ্ধান্ত নেয়।
বৈঠকে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সিনিয়র সচিবসহ মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।