ভাড়া বৃদ্ধির প্রতিবাদে মন্ত্রণালয় ঘেরাওয়ে পুলিশের বাধা
জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। এরপর তা পল্টন হয়ে জিরো পয়েন্ট দিয়ে সচিবালয়ের সামনে যেতে চাইলে সেখানেই বাধা দেয় পুলিশ।

প্রথম নিউজ, ঢাকা: তেলের মূল্যবৃদ্ধির অজুহাতে গণপরিবহনের ভাড়া বাড়ানোর প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোটের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচিতে বাধা দিয়েছে পুলিশ।
আজ সোমবার দুপুর ১২টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। এরপর তা পল্টন হয়ে জিরো পয়েন্ট দিয়ে সচিবালয়ের সামনে যেতে চাইলে সেখানেই বাধা দেয় পুলিশ।
পরে জিপিও মোড়ে প্রায় আধা ঘণ্টা অবস্থান করেন বিক্ষোভকারীরা। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন বাম জোটের নেতারা। এসময় সেখানে তীব্র যানজট সৃষ্টি হয়।
এসময় বক্তারা জ্বালানি তেলের দাম বৃদ্ধি ও গণপরিবহনের ভাড়া প্রত্যাহার না করা হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন।
সমাবেশে বক্তৃতা করেন বাম গণতান্ত্রিক জোটের নেতা মোশরেফা মিশু, মোজাফফর আহমদ প্রমুখ।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: