রোনালদো নৈপুণ্যে ফাইনালে আল নাসর
প্রথম নিউজ, ডেস্ক : মৌসুমের শুরুতেই আল নাসরকে শিরোপা নির্ধারণী মঞ্চে নিয়ে গেলেন ক্রিস্টিয়ানো রোনালদো। বুধবার সৌদি সুপার কাপের দ্বিতীয় সেমিফাইনালে রোনালদো নৈপুণ্যেই আল তাউনকে ২-০ গোলে হারিয়ে দিয়েছে আল নাসর। ম্যাচের দুটি গোলেই সরাসরি অবদান আছে সিআর সেভেনের।
আবহার প্রিন্স সুলতান বিন আবদুল আজিজ স্পোর্টস সিটিতে ম্যাচ শুরুর ৮ মিনিটের মাথায় দলকে এগিয়ে নেন আয়মান ইয়াহিয়া। তবে সেই গোলে ভূমিকা আছে পর্তুগিজ সুপারস্টারের। তার বাড়ানো পাস ধরেই জালের দেখা পান ইয়াহিয়া।
এরপর অবশ্য রোনালদো নিজেও স্কোরশিটে নাম লিখিয়েছেন। ম্যাচের দ্বিতীয়ার্ধের ৫৭ মিনিটের সময় সুলতান আল ঘানামের পাস নিজের নিয়ন্ত্রণে নিয়ে বল জালে জড়ান রোনালদো। যা তার ক্যারিয়ারের ৮৯৬তম গোল। তার ওই গোলের পর ম্যাচ থেকে ছিটকে যায় আল তাউন। এরপর বাকি সময় চেষ্টা চালালেও গোলের দেখা পায়নি কোনো দলই। তাতে ২-০ গোলের জয় নিয়ে সৌদি সুপার কাপের ফাইনালে পা রেখেছে রোনালদোর আল নাসর।
আগামী শনিবার সুপার কাপের ফাইনালে মাঠে নামবে আল নাসর। যেখানে শিরোপা জিতলে আল নাসরের হয়ে দ্বিতীয় শিরোপা উঁচিয়ে ধরা হবে রোনালদোর। এর আগে, গত বছর আরব ক্লাব চ্যাম্পিয়নস কাপ জিতেছিলেন রোনালদো।