রাতারাতি সাফল্যের প্রত্যাশা না করতে জেলেনস্কির সতর্কতা

রাতারাতি সাফল্যের প্রত্যাশা না করতে জেলেনস্কির সতর্কতা

প্রথম নিউজ, ডেস্ক : চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধে কিয়েভের রাতারাতি সাফল্যের প্রত্যাশা না করতে বাইরের বিশ্বকে সতর্ক করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ইউক্রেনীয় সেনাদের প্রতি সমর্থনের প্রত্যাশায় মঙ্গলবার রাতে এক ভিডিও বার্তায় এই মন্তব্য করেন তিনি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

জুন মাসে পাল্টা আক্রমণ শুরুর পর পূর্ব ও দক্ষিণাঞ্চলে বিস্তৃত রণক্ষেত্রে রাশিয়ার দখল থেকে অল্প পরিমাণ ভূখণ্ড পুনরুদ্ধারে সক্ষম হয়েছে ইউক্রেনীয় সেনারা। প্রত্যাশিত সাফল্য অর্জিত না হওয়ায় পশ্চিমা মিত্রদের মধ্যে সমালোচনা ও হতাশার প্রকাশ ঘটছে। এ বিষয়ে জেলেনস্কি বলেন, ‘আমরা এমন একটি বিশ্বে বাস করছি যেখানে রাতারাতি সাফল্যে অভ্যস্ত হয়ে পড়েছি। যখন পূর্ণ মাত্রায় রাশিয়ার আগ্রাসন শুরু হয়, তখন ইউক্রেন টিকে থাকবে বলে বিশ্বের অনেক মানুষ বিশ্বাস করেনি।’

তিনি আরও বলেন, ‘তাদের জয় হোক; যারা পিছু হটে না, যারা ক্লান্ত হয়ে পড়ে না, যারা ২৪ ফেব্রুয়ারির মতো ইউক্রেনের ওপর আস্থা রাখে এবং যারা দৃঢ়ভাবে লড়াই করে চলেছে।’

উল্লেখ্য, ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এই অভিযানের ২০তম মাসে এসেও যুদ্ধ থামার কোনও লক্ষণ দেখতে পাচ্ছেন না বিশ্লেষকরা। এদিকে, ইউক্রেনের কয়েকটি শহরে নতুন আক্রমণের প্রস্তুতি নিচ্ছে রুশ বাহিনী।

জেলেনস্কি বলেছেন, কৃষ্ণ সাগরে মস্কোর সামরিক শক্তি হ্রাস করতে ইউক্রেন সেনারা সফল হয়েছে। কিয়েভের মিত্র দেশগুলোর ব্যাপক সমর্থন রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের চূড়ান্ত বিজয় নিশ্চিত করতে পারে।

তিনি আরও বলেছেন, কৃষ্ণ সাগরে রাশিয়ার নৌবাহিনীর ওপর ইউক্রেন সেনাদের আক্রমণ মস্কোর যুদ্ধ প্রচেষ্টাকে পঙ্গু করে দিয়েছে।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র হয়ে ওঠেছে কৃষ্ণ সাগর। সেখানে আকাশ ও সমুদ্রপথে রাশিয়ার সামরিক লক্ষ্যবস্তুতে ইউক্রেনের ব্যাপক ড্রোন হামলায় সেভাস্তোপোল বন্দরে যুদ্ধজাহাজ এবং নৌ ঘাঁটি ক্ষতিগ্রস্ত হয়েছে।