রাজশাহীতে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড

রোববার (২১ জানুয়ারি) ভোর ৬টার দিকে এ তাপমাত্রা রেকর্ড করা হয়।

 রাজশাহীতে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড

প্রথম নিউজ, রাজশাহী: রাজশাহীতে চলতি শীত মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আজ রোববার (২১ জানুয়ারি) ভোর ৬টার দিকে এ তাপমাত্রা রেকর্ড করা হয়।

রাজশাহী আবহাওয়া পর্যবেক্ষণাগারের জ্যেষ্ঠ পর্যবেক্ষক লতিফা হেলেন বলেন, ভোর ৬টায় ও সকাল ৯টায় একই তাপমাত্রা ছিল। এসময় রাজশাহীর সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এটিই চলতি মৌসুমের এখন পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা। এরআগে ১৩ জানুয়ারি রাজশাহীতে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

তিনি আরও বলেন, তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে তাকে মৃদু শৈত্যপ্রবাহ ধরা হয়। শনিবার (২০ জানুয়ারি) থেকেই উত্তরের এ জেলায় মৃদু শৈত্যপ্রবাহ চলছে। এদিকে, ঘন কুয়াশার কারণে ভোরে প্রধান সড়কগুলোতে হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করতে দেখা গেছে। টানা শৈত্যপ্রবাহ ও ঘন কুয়াশার কারণে সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে।