রাজশাহী মেডিকেল কলেজে নিজের গায়ে আগুন দেওয়া সেই যুবকের মৃত্যু

রাফি রাজশাহী মহানগরীর হেতেমখা এলাকার বাবুলের ছেলে। তার মা রামেক হাসপাতালে চাকরি করেন।

রাজশাহী মেডিকেল কলেজে নিজের গায়ে আগুন দেওয়া সেই যুবকের মৃত্যু

প্রথম নিউজ, রাজশাহী: রাজশাহী মেডিকেল কলেজে নিজের গায়ে আগুন দেওয়া সাইফুর রহমান রাফির (২৮) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। বুধবার (৭ ডিসেম্বর) দিবাগত রাতে তার মৃত্যু হয়। এর আগে একই দিন সন্ধ্যায় রাজশাহী মেডিকেল কলেজ মাঠে তিনি গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। 

রাফি রাজশাহী মহানগরীর হেতেমখা এলাকার বাবুলের ছেলে। তার মা রামেক হাসপাতালে চাকরি করেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, আহত রাফিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছিল। পথমধ্যে নাটোরে তার ‍মৃত্যু হয়।

রামেক হাসপাতালের বার্ন ইউনিটের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা. আফরোজা নাজনীন বলেন, রাফির শরীরের ৯৯ শতাংশ পুড়ে গিয়েছিল। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছিল। পথে তার মৃত্যু হয়। রাফি মানসিকভাবে অসুস্থ ছিলেন। চার-পাঁচ বছর ধরে মানসিক রোগ বিশেষজ্ঞের কাছে তার চিকিৎসা চলছিল। 

নগরীর রাজপাড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএসএম সিদ্দিকুর রহমান রাফির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। 

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom