রাজনীতির মাঠ থেকে সিনেমায় মদন মিত্র

রাজনীতির মাঠ থেকে সিনেমায় মদন মিত্র

প্রথম নিউজ, বিনোদন ডেস্ক: ওপার বাংলার রাজনৈতিক নেতা ও পশ্চিমবঙ্গ সরকারের প্রাক্তন মন্ত্রী মদন মিত্র। বিভিন্ন সময় নানা ঘটনায় খবরের শিরোনাম হয়েছেন তিনি। যার জেরে এপার বাংলায়ও ব্যাপক পরিচিত ওপার বাংলার এ রাজনৈতিক নেতার। সম্প্রতি সিনেমায় নাম লেখিয়েছেন প্রবীণ এ রাজনীতিবিদ।

ওপার বাংলার বিভিন্ন সংবাদপত্রের খবরে জানানো হয়, হরনাথ চক্রবর্তীর হাত ধরে বাংলা সিনেমায় পা দিয়েছেন মদন মিত্র। সিনেমার নাম ‘ও লাভলি’। বিধায়ক মদন মিত্র এই ছবিতে বাবার ভূমিকায় ধরা দিচ্ছেন। তবে সকলের মধ্যে বাড়তি নজর কেড়ে নেন মদন মিত্রই।

আগামী ২৫ অগাস্ট হরনাথ চক্রবর্তী পরিচালিত ‘ও লাভলি’ ছবির সাফল্য নিয়ে আশাবাদী পরিচালক-সহ অভিনেতা মদন মিত্র-সহ সকলেই। ছবিতে নতুন মুখ রিক চ্যাটার্জিকে তুলে আনছেন পরিচালক হরনাথ। তার সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে রাজনন্দিনীকে।

অভিনেতা মদন মিত্র জানান, আমরা যারা রাজনীতি করি তারা এটা জেনেই করি, ‘নায়ক নেহি খলনায়ক হ্যায় তু, আমরা নায়ক খলনায়ক নই। আমরা মানুষের সঙ্গে আছি, মানুষের জন্য আছি।’ নচিকেতার নীলাঞ্জনাকে খুঁজে পাইনি বাঙালি, অঞ্জন দত্তের বেলা বোসকেও না, তেমনই অনেকে মদন মিত্রকেও প্রশ্ন করেছে লাভলি কে?’

মদন মিত্র বলেন, “লাভলি হচ্ছে বাংলার মা মাটি মানুষ, ও লাভলীকে যারা ভালোবাসবে সেইসব দর্শক। ইতোমধ্যে এ ছবির গান রিলিজ করেছে। যা ব্যাপকভাবে আলোচিত হয়েছে। এখন শুধু ছবি মুক্তির অপেক্ষা।