রাজধানীর ওয়ারীতে মধ্যরাতে আগুন
সোমবার দিবাগত রাত ১টা ৫৫ মিনিটে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়।
প্রথম নিউজ, ঢাকা: রাজধানীর ওয়ারীর পুলিশ ফাঁড়ির সামনে একটি ছয় তলা ভবনের দোতলায় মধ্যরাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ঘটনার ৪৫ মিনিট পর আগুন নিয়ন্ত্রণে আসে। সোমবার দিবাগত রাত ১টা ৫৫ মিনিটে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। পরে আরও ৮টি ইউনিট যোগ হয়ে মোট দশটি ইউনিট কাজ করে। ফায়ার সার্ভিসের সিনিয়র স্টাফ অফিসার শাহজাহান শিকদার এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান,ফায়ার সার্ভিসের ১০টি ইউনিটের চেষ্টায় রাত ২টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনের ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার দিবাগত রাত দেড়টার দিকে পোস্ট অফিসের গলিতে পুলিশ ফাঁড়ির সামনে হঠাৎ ট্রান্সফরমার ব্লাস্ট হয়। এরপর সামনে থাকা বেবিশপ নামের শোরুমে ধোঁয়া দেখা যায়। পরে আগুন দ্বিতীয় তলায় ছড়িয়ে পড়ে।