নির্যাতিত নাসিরকে ঈদ উপহার পৌঁছে দিলেন হাসান সরকার
প্রথম নিউজ গাজীপুর: গাজীপুর মহানগরীর শ্রমিক দল নেতা ও পুলিশি নির্যাতনে পঙ্গু নাসিরের বাসায় দেশনায়ক তারেক রহমানের ঈদ উপহার তুলে দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি হাসান উদ্দিন সরকার। গতকাল সকালে তার জয়দেবপুরস্থ মুন্সিপাড়া বাসভবনে গিয়ে হাসান উদ্দিন সরকার এ উপহার তুলে দেন। এ সময় হাসান উদ্দিন সরকার বলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমার মাধ্যমে ঈদ উপহার পাঠিয়েছেন। আমরা নেতার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। উপহার পেয়ে নির্যাতিত নাাসিরও দলের নেতাদের ধন্যবাদ জানান। হাসান উদ্দিন সরকার ব্যক্তিগতভাবেও তাদের উপহার তুলে দেন।