রাজধানীতে ৩ ভাইকে ছুরিকাঘাত, একজনের মৃত্যু

রাজধানীর উত্তর বাড্ডায় তিন ভাইকে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে

রাজধানীতে ৩ ভাইকে ছুরিকাঘাত, একজনের মৃত্যু

প্রথম নিউজ, ঢাকা: রাজধানীর উত্তর বাড্ডায় তিন ভাইকে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। দোকানে কথা কাটাকাটির এক পর্যায়ে এ ছুরিকাঘাতের ঘটনা ঘটে। এতে তিন ভাইয়ের মধ্যে একজন মারা গেছেন। তার নাম সাইফুল ইসলাম (৩০)। তিনি দোকান কর্মচারী ছিলেন। তার দুই ভাই আল আমিন বাবু (১৮) ও সাহাবুদ্দিন সাবু (১৪) আহত অবস্থায় ঢাকা মেডিকেল হাসপাতালে (ঢামেক) চিকিৎসাধীন আছেন।এ ঘটনায় দোকান কর্মচারী জুয়েল মিয়া (৫০) ও তার দুই ছেলেকে আটক করা হয়েছে।

পুলিশ জানায়, উত্তর বাড্ডা সাতারকুল রোডে একই মালিকের পাশাপাশি দুটি দোকানে কাজ করতেন সাইফুল ইসলাম ও জুয়েল মিয়া। দোকান দুটির পেছনে খালি জায়গা আছে। সেখানে দুই দোকানেরই মালামাল রাখা হয়। ওই খালি জায়গায় ময়লা পরিষ্কার নিয়ে দুই কর্মচারীর মধ্যে ঝগড়া বাধে।  এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে মো. জুয়েল মিয়াকে চড় মারে সাইফুল। তখন জুয়েলের ২ ছেলে তার সঙ্গে ছিল। বাবাকে অপমান করায় জুয়েলের ১৭ বছর বয়সী ছোট ছেলে সাইফুলের পেটে কাঁচি দিয়ে আঘাত করে। পরে সাইফুলের দুই ভাই আল আমিন ও সাবু এগিয়ে গেলে তাদেরকেও ছুরিকাঘাত করে জুয়েলের ছেলে। বিকালে আহত অবস্থায় ৩ ভাইকে ঢামেক হাসপাতালে নেওয়া হলে সন্ধ্যা ৭টার দিকে সাইফুলকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

বাড্ডা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আবু সাইদ মিয়া গণমাধ্যমকে এসব তথ্য জানিয়েছেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া জানান, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। আহত ২ ভাইয়ের অবস্থা গুরুতর। জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে। জানা গেছে, হতাহতদের বাড়ি বরিশাল বন্দর এলাকায়। তাদের বাবার নাম খালেদ হাওলাদার। বর্তমানে তারা ঘটনাস্থলের পাশেই একটি বাসায় থাকে।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom