রাজধানীতে সিএনজির ধাক্কায় বাসচালক নিহত
প্রথম নিউজ, ঢাকা : গাজীপুরে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী সিএনজির ধাক্কায় মো. নাজমুল হোসেন (৪০) নামের এক বাসচালকের মৃত্যু হয়েছে। শনিবার (২৪ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের সহকর্মী শাহ্ আলম জানান, নিহত পেশায় একজন বাসচালক। সকালে বাস বন্ধ করে গাজীপুর রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী সিএনজি ধাক্কা দিলে গুরুতর আহত হয়। তাকে দ্রুত শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে ঢামেকে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢামেক হাসপাতালে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।