রাজধানীতে যুবদল-ছাত্রদলের মিছিল, ৩ জনকে আটকের অভিযোগ
প্রথম নিউজ, ঢাকা : সরকারের পদত্যাগ, নির্বাচনকালীন নির্দলীয় সরকার ও তফসিল বাতিলের দাবিতে বিএনপির ডাকা ৪৮ ঘণ্টা অবরোধ সফলে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী যুবদলের নেতাকর্মীরা। রোববার (২৬ নভেম্বর) বায়তুল মোকাররম এলাকায় এই মিছিল করেন তারা।
মিছিল শেষে ফেরার পথে পুলিশ যুবদলের ৩ নেতাকর্মীকে আটক করেছে বলে অভিযোগ করেন সংগঠনটির যুগ্ম সম্পাদক কামাল আনোয়ার আহাম্মদ। তার দাবি, মিছিল থেকে পুলিশ যুবদলের প্রচার সম্পাদক করিম সরকার, সহ সাংগঠনিক সম্পাদক সুমন দেওয়ান ও সদস্য শাওনকে গ্রেপ্তার করেছে।
মিছিলে অংশ নেয় যুবদলের কেন্দ্রীয় সহ-সভাপতি মহসীন মোল্লা, যুগ্ম সম্পাদক কামাল আনোয়ার আহাম্মদ, জাহাঙ্গীর আলম দুলাল, জিয়াউর রহমান জিয়া, বিল্লাল হোসেন তারেক, সহ-সাধারণ সম্পাদক মিয়া রাসেল, প্রচার সম্পাদক করিম সরকার প্রমুখ।একই দাবিতে রাজধানীর মালিবাগ এলাকায় ঝটিকা মিছিল করে ছাত্রদলের কিছু নেতাকর্মী। সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মারুফ এলাহী রনি ও শ্যামল মালুম এই মিছিলের নেতৃত্ব দেন।
এতে আরও অংশ নেন সংগঠনটির সাবেক সাধারণ সম্পাদক ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য ইকবাল হোসেন শ্যামল।