রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ দুইজনের মৃত্যু
বৃহস্পতিবার দিবাগত রাতে (২৩ সেপ্টেম্বর) সবুজবাগ ও শাহবাগ থানা এলাকায় ঘটনা দুটি ঘটে।
প্রথম নিউজ, ঢাকা: রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় মরিয়ম বেগম (৩৮) ও মো. সোহেল (৩৮) নামে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন মো. সালাউদ্দিন (৪০) নামে আরও একজন। বৃহস্পতিবার দিবাগত রাতে (২৩ সেপ্টেম্বর) সবুজবাগ ও শাহবাগ থানা এলাকায় ঘটনা দুটি ঘটে।
সবুজবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. ফারুক হোসেন জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে মরিয়ম বেগম নামে এক নারী বাসাবো ঢালে প্রধান সড়ক পার হওয়ার সময় অজ্ঞাত গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন। আশপাশের লোকজন তাকে উদ্ধার করে প্রথমে মুগদা জেনারেল হাসপাতালে নিয়ে যান। পরে সংবাদ পেয়ে স্বজনরা চিকিৎসকের পরামর্শে রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১২টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত মরিয়ম জামালপুর জেলার ইসলামপুর উপজেলার মৃত রহমত উল্লাহর মেয়ে। বর্তমানে দক্ষিণখান থানাধীন উত্তরা এলাকায় থাকতেন।
এদিকে, একই দিন দিবাগত রাত (২৩ সেপ্টেম্বর) আড়াইটার দিকে শাহবাগ থানাধীন বুয়েট সংলগ্ন সড়কে উল্টো দিক দিয়ে আসা বালুবাহী ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহীদের একজন ঘটনাস্থলে মারা যান। অপরজনকে গুরুতর আহত অবস্থায় ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) কাওছার আহামেদ ভুঁইয়া বলেন, এ ঘটনায় ট্রাক ফেলে চালক ও হেলপার পালিয়ে গেছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানিয়েছেন তিনি।
নিহতের স্বজনদের বরাত দিয়ে তিনি আরও বলেন, নিহত সোহেল ও আহত সালাউদ্দিন দুজনেই সম্পর্কে বন্ধু। সাভারে কাজ শেষে রাতে নারায়ণগঞ্জে বাড়িতে ফিরার পথে দুর্ঘটনার শিকার হন তারা। আহত ব্যক্তি ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহত সোহেল নারায়ণগঞ্জ রুস্তমপুরের রওশন আলীর ছেলে। নিহত দুইজনের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে রাখা হয়েছে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews