রাজধানীতে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু
মৃত দুই শিশুর নাম মো. সিয়াম (১১) ও সাথিনুর (৯)।
প্রথম নিউজ, ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ীর কোনাপাড়ায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। মৃত দুই শিশুর নাম মো. সিয়াম (১১) ও সাথিনুর (৯)। মঙ্গলবার (১ আগস্ট) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।
সিয়ামকে হাসপাতালে নিয়ে আসা চাচাতো ভাই মুনসুর মিয়া জানান, সিয়ামের বাবা রাজমিস্ত্রির কাজ করেন। সিয়াম আনসারুল্লাহ মাদ্রাসার শিক্ষার্থী ছিল। আজ সকালে মাদ্রাসা থেকে বাসায় এসে এলাকার অন্যান্য শিশুদের নিয়ে কোনাপাড়া বাড়ির সামনে শাহারিয়া স্টিল মিলের পাশে পুকুরে গোসল করতে নামে। এমন সময় অসাবধানতাবশত সে পানিতে ডুবে যায়। পরে অন্যান্য শিশুর এসে আমাদের সংবাদ দিলে আমরা দ্রুত তাকে পুকুর থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাই। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে চিকিৎসক দুপুর ১টায় মৃত ঘোষণা করেন।
তিনি আরো জানান, এ ঘটনায় সাথিনুর নামে আরো এক শিশু মারা গেছে। তাকে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল।
যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, কোনাপাড়ায় একটি পুকুরে গোসল করতে নেমে দুই শিশুর মৃত্যু হয়েছে। একজনকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। অন্যজনকে মুগদা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আমরা ঢাকা মেডিকেল এবং মুগদা মেডিকেলে অফিসার পাঠিয়েছি।