রাজধানীতে ছাদ থেকে পড়ে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু
রাজধানীর হাজারীবাগে ছাদ থেকে পড়ে আহত মাদ্রাসা শিক্ষার্থী মো. রাকিবুল হাসানের (১১) মৃত্যু হয়েছে
প্রথম নিউজ, ঢাকা : রাজধানীর হাজারীবাগে ছাদ থেকে পড়ে আহত মাদ্রাসা শিক্ষার্থী মো. রাকিবুল হাসানের (১১) মৃত্যু হয়েছে। শনিবার (২০ মে) সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া এ তথ্য জানান।
রাকিবুল বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দুধল গ্রামের আনিসুর রহমানের ছেলে। সে হাজারীবাগ আলআমিন এতিমখানা লিল্লাহ বোর্ডিংয়ে থাকতো। ওই মাদ্রাসার হেবজো বিভাগের শিক্ষার্থী ছিল। দুই ভাইয়ের মধ্যে সে ছিল বড়। মৃতের বাবা একজন শ্রমিক। তিনি পরিবার নিয়ে হাজারীবাগ বারৈইখালী থাকেন।
মৃতের বাবা আনিসুর রহমান বলেন, ‘যতটুকু জানতে পেরেছি শুক্রবার বিকালে ওই মাদ্রাসার তৃতীয়তলার ছাদে বন্ধুদের সঙ্গে খেলতে গিয়ে নিচে পড়ে যায় রাকিবুল। পরে মাদ্রাসার শিক্ষকরা উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতাল, পরে ঢামেক হাসপাতালে নিয়ে আসেন। খবর পেয়ে হাসপাতালে এসে ছেলেকে গুরুতর অবস্থায় দেখতে পাই। সেখান চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে তার মৃত্যু হয়।