রাজধানীতে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে সর্বস্ব হারালেন যুবক
খিলগাঁও থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. তুহিন জালান, খিলগাঁও ফ্লাইওভারের পশ্চিম পাশে অচেতন অবস্থায় পড়ে থাকলে স্থানীয় লোকজন থানায় খবর দেয়।
প্রথম নিউজ, ঢাকা: রাজধানীর খিলগাঁও ফ্লাইওভারের পশ্চিম পাশে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে অজ্ঞাত (২০) এক যুবক সর্বস্ব খুইয়েছেন। রোববার মধ্যরাতে এই ঘটনাটি ঘটে। পুলিশ অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে রাত দেড়টার দিকে নিয়ে আসেন। পরে চিকিৎসকরা তার পাকস্থলী ওয়াশ করে নতুন ভবনে মেডিসিন ওয়ার্ডে ভর্তি করান।
খিলগাঁও থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. তুহিন জালান, খিলগাঁও ফ্লাইওভারের পশ্চিম পাশে অচেতন অবস্থায় পড়ে থাকলে স্থানীয় লোকজন থানায় খবর দেয়। আমরা গিয়ে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যালের জরুরি বিভাগে নিয়ে আসলে পাকস্থলী ওয়াশ করে নতুন ভবনের মেডিসিন বিভাগের ৬০১ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
তিনি আরও জানান, অচেতন যুবকের নাম পরিচয় এখনো জানা যায়নি, বিস্তারিত জানার চেষ্টা চলছে। তিনি সুস্থ হলে তার কাছে থেকে কী পরিমাণ টাকা খোয়া গেছে বিষয়টি বিস্তারিত জানা যাবে।