রাজধানীতে অজ্ঞাতপরিচয় নারীর মরদেহ উদ্ধার

 রাজধানীতে অজ্ঞাতপরিচয় নারীর মরদেহ উদ্ধার

প্রথম নিউজ, ঢাকা : রাজধানীর শাজাহানপুর থানার খিলগাঁও রেলগেট এলাকায় অজ্ঞাতপরিচয় (৩৮) নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৬ অক্টোবর) রাত তিনটার দিকে তাকে উদ্ধার করা হয়।

শাজাহানপুর থানার এসআই রাশেদুল ইসলাম জানান, খিলগাঁও রেলগেট এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। পরে ওই নারীকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি জানান, এলাকার লোকজনের মুখে জানতে পারি নিহত ওই নারী ভবঘুরে প্রকৃতির ছিলেন। অসুস্থতাজনিত কারণে তার মৃত্যু হয়েছে বলে আমাদের ধারণা। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

নিহত ওই নারীর নাম পরিচয় বিস্তারিত জানার চেষ্টা চলছে। আমরা সিআইডি ক্রাইমসিনকে খবর দিয়েছি ফিঙ্গারপ্রিন্ট করে পরিচয় শনাক্ত করা যাবে বলেও জানান তিনি।