রাজধানী ছাড়ছেন নগরবাসী
বৃহস্পতিবার সকাল থেকে রাজধানীর সব বাস টার্মিনালে বাড়ি ফেরা মানুষের উপচেপড়া ভিড়।
প্রথম নিউজ, অনলাইন : ঈদুল আজহা উপলক্ষ্যে পরিবারের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে রাজধানী ছাড়ছেন নগরবাসী। বাস বা ট্রেনে যে যেভাবে পারছেন, বাড়ির পথ ধরেছেন। নাড়ি পোঁতা যেখানে, সেখানে ঈদ কাটাতে মন আকুল থাকারই কথা। বৃহস্পতিবার সকাল থেকে রাজধানীর সব বাস টার্মিনালে বাড়ি ফেরা মানুষের উপচেপড়া ভিড়। যাত্রীদের অনেকেই দীর্ঘ লাইনে দাঁড়িয়ে কাটছেন টিকিট। অনেকে আগেই টিকিট নিয়ে গাড়িতে ওঠার অপেক্ষায়।
তবে যাত্রীদের অভিযোগ, ঈদকে সামনে রেখে টিকিটের দাম বাড়ানো হয়েছে। এতে ভোগান্তি বেড়ে যায়, অভিযোগ যাত্রীদের। তবে কাউন্টার কর্তৃপক্ষের সাফাই, বাসের টিকিটের দাম বাড়ানো হয়নি। নির্ধারিত সময়ে বাস নির্দিষ্ট গন্তব্যে ছেড়ে যাচ্ছে।
উল্লেখ্য, ঈদে ঘরমুখো মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে বুধবার থেকে শুরু হয় ‘স্পেশাল’ ট্রেন সার্ভিস। তবে প্রথম দিনেই শিডিউল বিপর্যয়ে পড়ে রাজধানীর কমলাপুর থেকে ছেড়ে যাওয়া সকল ট্রেন। সকাল সাড়ে ছয়টা থেকে এ যাত্রা শুরুর কথা থাকলেও গন্তব্যের উদ্দেশে প্রথম ট্রেন ছাড়ে সাড়ে আটটায়।