যার বিরুদ্ধে যে তথ্য সে মামলায় গ্রেফতার: আইজিপি

 যার বিরুদ্ধে যে তথ্য সে মামলায় গ্রেফতার: আইজিপি

প্রথম নিউজ, ঢাকা : যার বিরুদ্ধে যে তথ্য সেই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

বিএনপির শীর্ষ তিন নেতার বিরুদ্ধে হত্যা মামলা থাকার পরও নাশকতার মামলায় গ্রেফতার করার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।

বৃহস্পতিবার (২ নভেম্বর) দুপুরে রাজধানীর গুলিস্তানে শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের আইজিপি বলেন, হত্যা ও নাশকতার মামলার বিষয়গুলো তদন্তাধীন। তদন্তে যার বিরুদ্ধে যে তথ্য পাওয়া গেছে সে মামলা আমরা দিচ্ছি। নাশকতার মামলায় গ্রেফতার করা হয়েছে। এখন তাদের বিরুদ্ধে যদি হত্যা মামলার তথ্য পাওয়া যায়, তবে তাকে ওই মামলায়ও গ্রেফতার দেখানো হবে।