যমুনা ইলেট্রনিকসের হেড অব সেলস হিসেবে কামরুজ্জামানের যোগদান
প্রথম নিউজ, ঢাকা : সম্প্রতি দেশের আন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী যমুনা গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান যমুনা ইলেকট্রনিকস অ্যান্ড অটোমোবাইলস লিমিটেডের বিক্রয় ও বিপণন বিভাগের টিভি ও হোম অ্যাপ্লায়েন্স গ্রুপের মহাব্যবস্থাপক (হেড অব সেলস) হিসেবে যোগদান করেছেন এ.কে.এম. কামরুজ্জামান (নিলু)।
বর্ণাঢ্য কর্মজীবনে তিনি দেশের বিভিন্ন খ্যাতনামা প্রতিষ্ঠানে বিক্রয় ও বিপণন বিভাগে অত্যন্ত সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।
তার সৃজনশীল বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত এবং নেতৃত্ব প্রদানের গুণাবলিতে বেশ কিছু প্রতিষ্ঠান এবং তাদের বিপণন বিভাগ সমৃদ্ধ হয়েছে।
যমুনা ইলেক্ট্রনিক্স আশা করে যে, তার কর্ম উদ্যোগে এই প্রতিষ্ঠানের কাজের প্রক্রিয়াকে ত্বরান্বিত করবে ও ব্যাবসায়িক উন্নয়নে অবদান রাখবে।
যমুনা গ্রুপে কাজের সুযোগ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন এ.কে.এম. কামরুজ্জামান। তার দীর্ঘ কর্মজীবনের অর্জিত অভিজ্ঞতা কাজে লাগিয়ে যমুনা ইলেকট্রনিকস অ্যান্ড অটোমোবাইলসের বিপণন বিভাগকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।