যাত্রীবাহী বাস উল্টে নিহত ২
প্রথম নিউজ, বগুড়া : বগুড়ার শিবগঞ্জে যাত্রীবাহী বাস উল্টে এক কিশোরসহ দুজন নিহত এবং দুজন আহত হয়েছেন। বুধবার সকালে উপজেলার চন্ডিহারা এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
হাইওয়ে পুলিশ গোবিন্দগঞ্জ থানার ওসি আমিনুল ইসলাম জানান, নিহতদের একজন রংপুরের মিঠাপুকুর উপজেলার কাপড়িখাল এলাকার সেলিম মিয়ার ছেলে আল আমিন (১৫)। অপরজনের পরিচয় শনাক্তে পিবিআই সদস্যরা কাজ করছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা ছেড়ে আসা রংপুরগামী বৈশাখী পরিবহণের একটি বাস উপজেলার চন্ডিহারা এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে পৌঁছলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। পরে রোড ডিভাইডারের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই অজ্ঞাত পরিচয় (২৩) এক যাত্রী মারা যান। গুরুতর আহত তিনজনকে উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আল আমিন নামে এক কিশোরের মৃত্যু হয়।
হাইওয়ে পুলিশ গোবিন্দগঞ্জ থানার ওসি আমিনুল ইসলাম জানান, দুর্ঘটনার পরপরই বাসের চালক ও হেলপার পালিয়ে যান। দুজনের লাশ থানায় আনা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর বা মর্গে পাঠানো হবে।