যাত্রী সংকটে রাজধানী থেকে ছেড়ে যায়নি দূরপাল্লার গণপরিবহন

যাত্রী সংকটে রাজধানী থেকে ছেড়ে যায়নি দূরপাল্লার গণপরিবহন

প্রথম নিউজ, ঢাকা : প্রথম দফার অবরোধের মতোই দ্বিতীয় দফার প্রথম দিন রবিবার (৫ নভেম্বর) সকাল থেকে যাত্রী সংকটে ভুগছে দূরপাল্লার পরিবহন। এদিন সকালে রাজধানীর গাবতলী বাস টার্মিনাল থেকে দূরপাল্লার বেশিরভাগ পরিবহনই ছেড়ে যায়নি। পরিবহন সংশ্লিষ্টরা বলছেন, যাত্রী সংকটের কারণে কোনও গাড়ি ছেড়ে যায়নি সকাল থেকে। আর দুয়েকজন করে যাত্রী যারা বিভিন্ন গন্তব্যে যাওয়ার জন্য গাবতলীতে আসছেন তাদের যাত্রাও যেন অনিশ্চিত।

রবিবার (৫ নভেম্বর) সকাল থেকে রাজধানীর গাবতলী বাস টার্মিনাল এলাকা ঘুরে দেখা গেছে, বেশিরভাগ কাউন্টারই বন্ধ রয়েছে। যাত্রী সংখ্যাও কম। যাও দুয়েকজন যাত্রী দেখা যাচ্ছে, তা পরিবহন শ্রমিকদের চেয়েও কম। সকালে দুই ঘণ্টায় বিভিন্ন গন্তব্যে যাওয়ার জন্য বাস টিকেট সংগ্রহ করতে আসা পাঁচ থেকে ছয় জন যাত্রী দেখা গেছে। যাত্রী কম থাকার কারণে ছেড়ে যায়নি কোনও দূরপাল্লার বাস।

জরুরি প্রয়োজনে মাগুরা যাওয়ার জন্য গাবতলী বাস টার্মিনাল এসে ঘন্টাখানেক অপেক্ষার পর সাইফুজ্জামান নামে এক যাত্রী বাংলা ট্রিবিউনকে বলেন, জরুরি প্রয়োজনে যেতে হচ্ছে। কিন্তু বেশ কয়েকটি কাউন্টারে খোঁজ নিলাম কেউ গাড়ি ছাড়ছে না। তারা বলছেন, যাত্রী নেই। এখন দেখা যাক কিছুটা অপেক্ষার পর কীভাবে যাওয়া সম্ভব হয়।

গাবতলী হানিফ এন্টারপ্রাইজের কাউন্টার ম্যানেজার জাকির মল্লিক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সকাল থেকে যাত্রী নেই বললেই চলে। খালি গাড়ি তো আর ছাড়া সম্ভব নয়, এতে করে আমাদের লসের পাল্লায় ভারী হবে। যাত্রী এলে সংখ্যায় যদি বেশি থাকে তাহলে গাড়ি ছাড়া হবে।’
Google News Logoবাংলা ট্রিবিউনের খবর পেতে গুগল নিউজে ফলো করুন